Wah Kya Baat Ghous e Azam Ki

Book Name:Wah Kya Baat Ghous e Azam Ki

হয়েছে, যাতে সাধারন ইসলামী ভাইয়েরাও তা পাঠ করতে পারে এবং বুঝতে পারে। (৫) আমলের সংশোধনের জন্য নতুন সৃষ্ট সামাজিক অপকর্মও রদ করা হয়েছে। (৬) বাতেনী রোগ সমূহ সম্পর্কেও যথাসম্ভব বিস্তারিত আলোচনা করা হয়েছে। (৭) পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, প্রতিবেশি ইত্যাদির পাশাপাশি সদাচরণ এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারেও সংশোধনী বিষয়বস্তু বিদ্যমান। (৮) আহলে সুন্নাতের আকীদা এবং আহলে সুন্নাতের ব্যবস্থাপনাকে দলীল সহকারে উপস্থাপন করা হয়েছে। (৯) মাঝে মাঝে হুযুর পুরনুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان ও আউলিয়ায়ে কিরামের জীবনি এবং ঘটনাবলীও আলোচনা করা হয়েছে। (১০) আয়াত থেকে অর্জিত হওয়া উপকারীতাও সহজ এবং সরল ভাষায় বর্ণনা করা হয়েছে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام দের মধ্যে মাহবুবে সুবাহনি, গাউসে সামাদানী, আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ, আল্লাহ পাকের ঐ মহান অলী, যিনি সকল আউলিয়াদের সর্দার এবং তাঁর ব্যক্তিত্ব জনসাধানর সকলের জন্যই ভক্তি ও সম্মানের উপযুক্ত, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উচ্চ ও আজিমুশ্মান বংশের সাথে সম্পৃক্ত ছিলেন। আসুন! তাঁর সংক্ষিপ্ত পরিচিতি শুনি।

গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জীবনের সংক্ষিপ্ত ঝলক

          * হুযুর গাউসে আযম, শায়খ সৈয়দ আব্দুল কাদের জিলানী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সৌভাগ্যপূর্ণ বিলাদত প্রথম রমযানুল মুবারক ৪৭০ হিজরীতে বাগদাদ শরীফের জিলান শহরে হয়েছিলো। (বাহজাতুল আসরার, ১৮১ পৃষ্ঠা) * তাঁর নাম আব্দুল কাদের এবং উপনাম আবু মুহাম্মদ। * মহিউদ্দীন, মাহবুবে সুবহানী, গাউসে আযম এবং গাউসে সাকালাইন ইত্যাদি তাঁর উপাধী। * তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আহলে বাইত অর্থাৎ সৈয়দ বংশীয় পরিবারে জন্মগ্রহন করেন। * তাঁর বংশ তাকওয়া ও পরহেযগারিতার জন্য প্রসিদ্ধ ছিলেন। * তাঁর সম্মানিতা মায়ের নাম “সৈয়দা ফাতিমা” এবং উপনাম ছিলো “উম্মুল খায়ের”। (সীরাতে গাউসে আযম, ২৭ পৃষ্ঠা) * তাঁর সম্মানিত পিতার নাম মুবারক “সৈয়দ মূসা” উপনাম “আবু সালেহ” আর উপাধী হলো “জঙ্গি দোস্ত”। * তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہ পিতার দিক দিয়ে হাসানী (এবং সম্মানিতা মায়ের দিক দিয়ে হুসাইনী সৈয়দ)। * তাঁর সম্মানিত পিতা হযরত সায়্যিদুনা আবু সালেহ মূসা জঙ্গি দোস্ত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর যুগের প্রসিদ্ধ আউলিয়ায়ে কিরামের رَحِمَہُمُ اللهُ السَّلَام অন্তর্ভূক্ত ছিলেন।

(গাউসে আযম কে হালাত, ১৫ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সাধারণত শিশুরা যখন মায়ের পেটে থাকে তখন সে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছুই আছে তা থেকে একেবারেই অজানা থাকে, অতঃপর যখন দুনিয়ায় এসে যায় তখনও তার চেতনাবোধ হতে হতে একটি দীর্ঘ সময় প্রয়োজন হয়, কিন্তু উৎসর্গিত হয়ে