Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat
বাস্তবতা হলো, আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর বেয়াদবিকে যদিও এই মহান ব্যক্তিরা নিজেরাই ক্ষমা করে দেন, কিন্তু আল্লাহ পাক বেয়াদবদেরকে অবশ্যই শাস্তি দেন। বীরে সাবার লোকদেরকেও শাস্তি দেওয়া হয়েছিল। ঘটনাটি এভাবে ঘটেছিল যে, হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام চলে যাওয়ার পর যখন এই লোকেরা তাদের বকরীগুলো নিয়ে কুপের কাছে পৌঁছল, তখন তারা দেখল যে সবগুলো কুপই শুকিয়ে গেছে, সেগুলোতে এক ফোঁটা পানিও নেই। তারা খুব চিন্তিত হয়ে পড়লো। বুঝতে পারলো যে, আমরা শেখ সালেহ অর্থাৎ হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর সাথে যে বেয়াদবি করেছি, এটা তারই শাস্তি। সুতরাং এই লোকেরা হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর খিদমতে হাজির হলো, নিজেদের বেয়াদবির জন্য ক্ষমা চাইলো এবং আরয করলো: হে মহান ব্যক্তি! আপনি ফিরে আসুন! হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام বললেন: আমি এখন আর ফিরে যাব না, তবে! তোমরা আমার ৭টি বকরী নিয়ে যাও! এক একটি বকরীকে এক একটি কুয়ার পাশে দাঁড় করাও, কুয়াগুলোর পানি বের হয়ে আসবে। এবার এই লোকেরা ৭টি বরকতময় বকরী নিয়ে ফিরে এলো, যখনই তারা বকরীগুলোকে কুয়ার পাশে দাঁড় করালো, তখনই কুয়াগুলোর পানি উথলে উঠলো এবং দেখতে দেখতে পানিতে ভরে গেল।এই কারণে এই স্থানের নাম বীরে সাবা (অর্থাৎ সাত বকরীর কুয়া) নামে প্রসিদ্ধ হয়ে গেল।
(আল উনসুল জলীল, খন্ড: ১, পৃষ্ঠা: ১১০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! কেমন মহিমা হযরত ইবরাহীম খলীলুল্লাহ عَلَیْہِ السَّلَام এর...! তাঁর বকরীগুলোর বরকতে কুয়াগুলো চালু হয়ে গেল...! বাহ! سُبْحَانَ الله! এখান থেকে চিন্তা করুন! আম্বিয়ায়ে কেরাম, আওলিয়ায়ে কেরাম, আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দাদের তাবাররুকাতের মধ্যে কত শক্তি থাকে...! এই তাবাররুকাতের বরকতে বিপদ দূর হয়ে যায়, পেরেশানী দূর হয়ে যায়, অন্তরে প্রশান্তি আসে, রোগ মুক্তি হয়, আল্লাহ পাকের আযাব থেকে পানাহ্ (আশ্রয়) নসীব হয়, এই তাবাররুকাতের তা'যীম