Book Name:Imam Malik Ki Seerat

উপহার স্বরূপ দেওয়া হয়েছিলো এত উন্নত জাতের ঘোড়া এর আগে আমি কখনো দেখিনি আমি বললাম: ঘোড়াগুলো কতই যে উন্নত মানের তিনি বললেন: এগুলো সব আমি আপনাকে উপহার দিলাম আমি বললাম: একটি ঘোড়া তো আপনার জন্য রেখে দিন তিনি বললেন: আল্লাহ পাকের প্রতি আমার লজ্জা অনুভব হয় যে, এই বরকতময় পবিত্র জমিনকে আমার ঘোড়ার ক্ষুর দ্বারা পদদলিত করতে, যে জমিনে তাঁরই প্রিয় রাসূল, মা আমেনার বাগানের সুবাসিত ফুল, রাসূলে মাকবুল, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বিদ্যমান রয়েছেন অর্থাৎ তাঁর রওযা মোবারক এখানেই বিদ্যমান (ইহইয়াউল উলুম, ১ম খন্ড, ৪৮ পৃষ্ঠা)

প্রাকৃতিক প্রয়োজন সারতে হেরমের বাইরে চলে যেতেন

    হযরত ইমাম মালেক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মদীনা শরীফের মাটিকে সম্মানের কারণে কখনো মদীনা শরীফে প্রাকৃতিক প্রয়োজন সারেননি এই কাজের জন্য তিনি সর্বদা মদীনার হেরেমের বাইরে (OutSide) চলে যেতেন অবশ্য অসুস্থ অবস্থায় অপারগতার কথা ভিন্ন (বুস্তানুল মুহাদ্দিসীন, ১৯ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

৮ নম্বর নেক আমলের প্রতি উৎসাহ

    হে আশিকানে আউলিয়া! আপনারা শুনলেন যে, হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কত মহান আশিকে রাসূল ছিলেন, যিনি শুধু হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র স্বত্বা নয় বরং তাঁর সাথে সম্পৃক্ততার কারণে রাসূলের হাদীস, খাঁকে মদীনা এবং মুস্তফার শহরের প্রতি কিরূপ ভালবাসা ও ভক্তি ছিলো। আহ! আশিকের রাসূল হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সদকায় আমাদেরও রাসূলের হাদীসের আদব করার মানসিকতা নসীব হয়ে যাক এবং আমরাও সত্যিকার আশিকে রাসূল হয়ে মুস্তফার শহরের মনোরম কল্পনার জগতে হারিয়ে যাওয়াদের অর্ন্তভুক্ত হয়ে যাই। এর সবচেয়ে উত্তম পদ্ধতি হলো যে, আমরা উত্তম পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশ আমাদের সামনে খোলা পুস্তকের ন্যায়, সুতরাং আপনিও এই দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যেলী হালকার ১২টি দ্বীনি কাজে লিপ্ত হয়ে যান। এবং আশেকানে রাসূলদের সাথে মাদানী কাফেলাতে সফর এবং প্রতিদিন নেক আমলের হিসাব নিতে ৭২টি নেক আমলে”র পুস্তিকা পুরণ (ঋরষষ) করার অভ্যাস গড়ে তুলুন।