Book Name:Tilawat e Quran Aur Musalman
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১০ এপ্রিল ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫
মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩)
পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
* তিলাওয়াতের শুরুতে “اَعُوْذُ” পাঠ করা মুস্তাহাব, আর সূরা আরম্ভ করার সময় “بِسْمِ اللهِ” পাঠ করা সুন্নাত। অন্যথায় মুস্তাহাব। (সীরাতুল জিনান, ১/২৪) * কুরআনে পাক দেখে দেখে তিলাওয়াত করা, মুখস্থ তিলাওয়াত করার চেয়ে উত্তম। (সীরাতুল জিনান, ১/২৪) * কুরআনে পাক দেখে তিলাওয়াত করাতে দুই হাজার (২০০০) নেকী লিখা হয় এবং মুখস্ত (না দেখে) পড়াতে এক হাজার (১০০০)। (কানযুল উম্মাল, কিতাবুল আযকার, নম্বর-২৩০১, ১/২৬০) * কুরআনে করীম তিলাওয়াত করার সময় কান্না করা মুস্তাহাব। (সীরাতুল জিনান, ৫/৫২৬) * উচ্চ স্বরে যখন কুরআন তিলাওয়াত করা হয়, তখন উপস্থিত সকলেরই তা শ্রবন করা ফরয, ঐ মাহফিলে যদি সকল মানুষই তা শোনার জন্য উপস্থিত হয়ে থাকে। অন্যথায় এক জন শুনলেই যথেষ্ট হবে। যদিও অন্য লোকেরা তাদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে। (সীরাতুল জিনান, ১/২২) * সকলেই উচ্চ আওয়াজে পড়া হারাম। যদি কিছু লোক পাঠকারী হয়, তবে বিধান হচ্ছে নিম্নস্বরে পড়া। (সীরাতুল জিনান, ১/২২) * তিনদিনের কমে কুরআন খতম না করা, বরং কমপক্ষে তিনদিন বা সাত দিন অথবা চল্লিশ দিনে কুরআন খতম করবে, যাতে অর্থ ও মর্মার্থ বুঝে তিলাওয়াত করা যায়। (আযায়িবুল কুরআন, ২৩৮ পৃষ্ঠা) * তারতীল সহকারে প্রশান্ত ভাবে এবং থেমে থেমে তিলাওয়াত করুন। (আযায়িবুল কুরআন, ২৩৮ পৃষ্ঠা) * তিলাওয়াত করার জন্য সবচেয়ে উত্তম সময় হলো সারা বছরে রমযান শরীফের শেষ দশদিন এবং যিলহজ্বের প্রথম দশদিন।
(আযায়িবুল কুরআন, ২৩৯ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কোন মুসলমানকে মুচকি হাসতে দেখে পাঠ করার দোয়া
اَضْحَكَ اللهُ سِنَّكَ
(বুখারী, ২/৪০৩, হাদীস নং- ৩২৯৪)
অনুবাদ: আল্লাহ আপনাকে সর্বদা হাসিখুশি রাখুন।
(মাদানী পাঞ্জেসূরা, ২০৭ পৃ.)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।