Book Name:Naik Amal Ke Dunyawi Faiday
وَ مَنْ یَّتَّقِ اللّٰہَ یَجْعَلْ لَّہٗ مِنْ اَمْرِہٖ یُسْرًا
(পারা ২৮, সূরা তালাক্ব, আয়াতঃ ৪) কানযুল ঈমানের অনুবাদ: আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার কাজকে সহজ করে দেবেন।
অন্য জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ مَنْ یَّتَّقِ اللّٰہَ یَجْعَلْ لَّہٗ مَخْرَجًا
(পারা ২৮, সূরা তালাক্ব, আয়াত ২) কানযুল ঈমানের অনুবাদ: আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দিবেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা নেক আমলের অন্যতম ও মৌলিক উপকারিতা, যে বান্দা নেক আমল করে, আল্লাহ পাক বিপদের সময়ও তার জন্য সহজতা তৈরী করে দেন, যে সময় বান্দা মুক্তির কোন পথ দেখতে পায় না, আল্লাহ পাক ওই সময় তার জন্য রাস্তা তৈরী করে দেন।
আল্লাহ পাকের প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন:
صَنَائِعُ الْمَعْرُوْفِ تَقِیَ مَصَارِعَ السُّوْءِ
অর্থাৎ নেক আমল মন্দতা থেকে বাঁচিয়ে নেয়।
(মুজামু আউসাত, খন্ড ৪, পৃঃ ৩১১, হাদিস: ৬০৮৬)
আজ থেকে প্রায় দেড়শত, পৌনে দুইশত বছর পূর্বের ঘটনা, আরবের কোন গ্রামে এক লোক বাস করতো, যার নাম ছিল ইবনে জুদয়ান, বসন্তকালে একবার সে তার উটের খামারে গেল, সে দেখলো: তার উট তরুতাজা ও খুবই স্বাস্থবান হয়ে গেছে, এক উটনী তো খুব স্বাস্থবান ছিল, তার দুধ প্রায় পড়ে যাচ্ছিলো, এটা দেখে শুকরিয়ায় তার মাথা ঝুঁকে গেল। এরপর হঠাৎ তার চতুর্থ পারার, সূরা আলে ইমরানের ৪নং আয়াতের কথা স্মরণে আসলো:
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰی تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ