Book Name:Dil Ki Sakhti
সুন্নাতকে ভালোবাসলো, সে (মূলত) আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। (মিশকাতুল মাসাবিহ, ১/৫৫, হাদিস: ১৭৫,)
প্রিয় ইসলামী বোনেরা! আসুন! শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ
بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর “১০১ মাদানী ফুল” পুস্তিকা থেকে সুরমা লাগানোর সুন্নাত ও আদব শ্রবণ করি। প্রিয় নবী صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: সকল সুরমার মধ্যে উত্তম হলো “ইসমাদ”, কেননা এটি দৃষ্টিশক্তি প্রখর করে আর পলক গজায়। (ইবনে মাজাহ, কিতাবুত তোহফা, ৪/১১৫, হাদিস: ৩৪৯৭)
* পাথরী সুরমা ব্যবহারে কোন সমস্যা নাই এবং কালো সুরমা বা কাজল সৌন্দর্যের (নিয়্যতে) পুরুষের লাগানো মাকরূহ এবং সৌন্দর্যের উদ্দেশ্য না হলে তবে নিষেধ নয়। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ৫/৩৫৯) * সুরমা ঘুমানোর সময় ব্যবহার করা সুন্নাত। (মিরআতুল মানাজীহ, ৬/১৮০) * সুরমা ব্যবহার করার তিনটি বর্ণিত পদ্ধতির সারাংশ উপস্থাপন করছি: (১) কখনো উভয় চোখে তিন তিন শলাকা, (২) কখনো ডান চোখে তিন আর বাম চোখে দুই শলাকা, (৩) কখনো উভয় চোখে দুই শলাকা করে অতঃপর শেষে এক শলাকায় সুরমা লাগিয়ে তাই উভয় চোখে লাগান। (শুয়াবুল ঈমান, ৫/২১৮, হাদিস: ৬৪২৮)
* এভাবে করাতে اِنْ
شَآءَ الله তিনটি সুন্নাতের উপর আমল হতে থাকবে। * সম্মানিত যত কাজ রয়েছে তা সবই আমাদের প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ডান দিক থেকে শুরু করতেন, অতএব প্রথমে ডান চোখে সুরমা লাগান অতঃপর বাম চোখে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দু’টি কিতাব “বাহারে শরীয়ত” ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব “সুন্নাত ও আদব”, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা “১০১ মাদানী ফুল” ও “১৬৩ মাদানী ফুল” হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد