Qiyamat Ki Alamaat

Book Name:Qiyamat Ki Alamaat

আচরন করা। (কিতাবুদ দুরারুল হুক্কাম, ১/৩২৩) * আত্মীয়স্বজনদের সাথে বিরতি দেওয়ার মধ্যে দিয়ে সাক্ষাত করতে থাকুন অর্থাৎ একদিন গেলে তো তার পরের দিন যাবেন না, এই ধরনের করলে ভালোবাসা বৃদ্ধি পায়। এমনকি আত্মীয়স্বজনদের সাথে প্রতি জুমায় জুমায় সাক্ষাত করুন অথবা মাসে একবার। (কিতাবুদ দুরারুল হুক্কাম, ১/৩২৩) * হক ও জায়ি বিষয়ে গোত্র ও পরিবারের লোকদের ঐক্যমত হওয়া উচিত অর্থাৎ যদি নিকট আত্মীয় হকের উপর থাকে তবে অন্যান্যদের সাথে সাক্ষাত এবং হক প্রকাশের ক্ষেত্রে সকলে সম্মিলিতভাবে কাজ করবে। (কিতাবুদ দুরারুল হুক্কাম, ১/৩২৩) * নিকট আত্মীয় অভাবের কথা জানালে তবে সেটা প্রত্যাক্ষান করে দেওয়াটা গোনাহ, যখন নিজের নিকট আত্মীয় কোন অভাবের কথা জানায় তবে তার অভাব পূরন করুন, আর সেটা না করা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা।

(কিতাবুদ দুরারুল হুক্কাম, ১/৩২৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দুটি কিতাব বাহারে শরীয়ত ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব সুন্নাত ও আদব, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা ১০১ মাদানী ফুল১৬৩ মাদানী ফুল হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد