Qiyamat Ki Alamaat

Book Name:Qiyamat Ki Alamaat

রোযা, হজ্ব, যাকাত, জান্নাত, জাহান্নাম, কিয়ামতের দিন উঠানো, হিসাব নিকাশ ইত্যাদি। এর প্রতি ঈমান আনা ব্যতীত কেউ মুসলমানই হতে পারে না।

 

          কোরআনে করীমে কিয়ামতকে বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে, কিয়ামতের প্রায় ১০০টিরও বেশি নাম রয়েছে, আসুন! এর মধ্য থেকে কয়েকটি নাম শুনি:

          * ইয়াওমে কাযা, তথা ফয়সালার দিন। * ইয়াওমে ওযন, তথা আমলনামা ওজন করার দিন। * ইয়াওমে মাশহুদ, তথা উপস্থিতির দিন। * ইয়াওমে খিয, তথা কিছু লোকের জন্য অপমানের দিন। * ইয়াওমে মুহাসাবা, তথা হিসাবের দিন। * ইয়াওমে হাসরাত, তথা আফসোসের দিন। * ইয়াওমে আকিম, তথা কঠিন দিন। * ইয়াওমে হাশর, তথা জড়ো হওয়ার দিন। * ইয়াওমে ফাযাআ, তথা আতঙ্কের দিন। * ইয়াওমে বাআচ, তথা কবর থেকে আবারো উঠানোর দিন। * ইয়াওমে ফাতাহ নামা, তথা আমলনামা খোলার দিন। * ইয়াওমে মিয়াদ, তথা ওয়াদার দিন। * ইয়াওমে সাইহাত, তথা ভূমিকম্পের দিন (স্ফুলিঙ্গের দিন) * ইয়াওমে যাজর, তথা তিরস্কারের দিন।
* ইয়াওমে হিসাব, তথা হিসাবের দিন। * ইয়াওমে তালাক, তথা নিন্দার দিন। * ইয়াওমে তানাদ, তথা ডাক দেয়ার দিন। * ইয়াওমে জমআ, তথা জড়ো হওয়ার দিন। * ইয়াওমে তাগাবুনি, তথা হারের দিন। * ইয়াওমে ফসল, তথা ফয়সালা বা পৃথকতা অথবা পার্থক্যের দিন। ইত্যাদি

 

কিয়ামত কখন আসবে?

          কিয়ামত কখন আসবে? এর সঠিক জ্ঞান তো আল্লাহ পাক এবং আল্লাহ পাকের দানক্রমে তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরই রয়েছে, কিন্তু কোরআনে করীম ও হাদীসে মুবারাকায় কিয়ামত প্রতিষ্ঠা হওয়ার কিছু নিদর্শন বর্ণনা করা হয়েছে, এই নিদর্শনাবলী প্রকাশ হওয়া, কিয়ামত দ্রুত আসাকে চিহ্নিত করে, আজকের বয়ানে আমরা কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে শুনবো। আহ! যদি আমাদের সম্পূর্ণ বয়ান ভাল ভাল নিয়্যত সহকারে শুনা নসীব হয়ে যায়। আসুন! সর্বপ্রথম একটি হাদীসে পাক শ্রবন করি:

 

জিব্রাঈল আমিন عَلَیْهِ السَّلَام প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

এর দরবারে

          হযরত ওমর বিন খাত্তাব رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একদিন আমি নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পাশে বসা ছিলাম, হঠাৎ সাদা পোশাক এবং একেবারে কালো চুল বিশিষ্ট এক ব্যক্তি এলো,