Qiyamat Ki Alamaat

Book Name:Qiyamat Ki Alamaat

          জানতে পারলাম! হযরত জিব্রাঈল আমিন عَلَیْهِ السَّلَام কেও নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, নূর হওয়ার পরও হযরত জিব্রাঈল عَلَیْهِ السَّلَام মানুষ হয়ে আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন, এমনভাবে যে, সাহাবায়ে কিরামরা عَلَیْہِمُ الرِّضْوَانও তাঁকে চিনতে পারেননি, এথেকে জানা গেলো! যখন হযরত জিব্রাঈল عَلَیْهِ السَّلَام নূরী সৃষ্টি হওয়ার পরও মানুষ হয়ে এসেছে, এইভাবে আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمও নূর হওয়ার পরও মানুষ হয়ে দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছেন।

 

          হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন; আমি আরয করলাম: “ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার পিতামাতা হুযুর (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর প্রতি কুরবান! আমাকে বলুন যে, সর্বপ্রথম আল্লাহ পাক কোন জিনিষটি সৃষ্টি করেছেন?” ইরশাদ করলেন: “হে জাবির! নিঃসন্দেহে আল্লাহ পাক সকল সৃষ্টির পূর্বে তোমার নবী (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর নূর তাঁর নূর থেকে সৃষ্টি করেছেন।”

(ফতোওয়ায়ে রযবীয়া, ৩০/৬৫৮, মুসান্নিফে আব্দুর রাযযাক, ৬৩ পৃষ্ঠা, হাদীস ১৮)

 

          আক্বীদা: নিশ্চয় প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সত্তা হলো মহিমান্বিত নূর, কিন্তু তাঁকে মানবীয় আকৃতিও প্রদান করা হয়েছে। যেমনটি

          ১৬তম পারা সূরা কাহাফের ১১০ নং আয়াতে ইরশাদ হচ্ছে:

قُلۡ اِنَّمَاۤ  اَنَا بَشَرٌ  مِّثۡلُکُمۡ

(পারা ১৬, সূরা কাহাফ, আয়াত ১১০)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আপনি বলুন: প্রকাশ্য মানবীয় আকৃতিতে আমি তোমাদের মতো।

 

          মনে রাখবেন! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মানবীয় সত্তাকে অস্বীকার করা কুফরী। (ফতোওয়ায়ে রযবীয়া, ১৪/৩৫৮)

 

          ব্যাখ্যা: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাধারন মানুষের মতো মানুষ নয় বরং اَفْضلُ الْبَشر শ্রেষ্ঠ মানব। মানবীয়তার এই সম্মান অর্জিত যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মানবীয়তাকে গ্রহণ করেছেন, তিনি স্বয়ং ইরশাদ করেন: اَیُّکُمْ مِثْلِی তোমাদের মধ্যে কে আছো আমার ন্যায়?

(বুখারী, কিতাবুস সাওম, ১/৬৪৬, হাদীস ১৯৬৫)

 

          নূরে মুস্তফার শান: হাদীসে নূরের আলোকে শরহে যুরকানীতে রয়েছে: এই যে ইরশাদ হয়েছে: তোমার নবীর (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) নূর আপন নূর থেকে সৃষ্টি করেছেন। এটা নূরে নবীর মহত্ব এবং তাঁর অনন্য হওয়ার বহিপ্রকাশ। (শরহে যুরকানী, আল মাকসাদুল আউয়াল, ১/৯০)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد