Darood o Salam Ke Fazail

Book Name:Darood o Salam Ke Fazail

আনলেন এবং দরূদে তুনাজ্জিনা([1]) () পাঠ করে আমাকে ইরশাদ করলেন: তুমি এবং তোমার সাথীরা (১০০০) এক হাজারবার দরূদটি পাঠ করে নাও" যখন আমি জাগ্রত হলাম তখন আমি আমার সব সাথীকে একত্রিত করলাম এবং উক্ত দরূদ শরীফের ওযীফা শুরু করে দিলাম মাত্র ৩০০বার দরূদ শরীফ পাঠ করলাম, ঘূর্ণিঝড়ের বেগ কমতে লাগলো এবং ঘূর্ণিঝড় ধীরে ধীরে থেমে গেলো সমূদ্রের উপরিভাগ শান্ত হয়ে গেলো এবং উক্ত দরূদ শরীফের বরকতে জাহাজের সকল যাত্রী মুক্তি পেয়ে গেলো (আল কউলুল বদী, প্রথম অংশ, ৪১৫ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! দিন হোক বা রাত, আমাদের রাসূলে আকরাম নূরে মুজাস্সাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সত্তার উপর দরূদ সালামের ফুল বর্ষণ করতে থাকা উচিত এতে কখনো অলসতা করা উচিৎ নয় কেননা, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ' আমাদের উপর অসংখ্য দয়া রয়েছে যিনি দুনিয়ায় তাশরীফ আনতেই সিজদা করেছেন এবং ঠোঁটের উপর দোয়া জারী ছিলো; رَبِّ هَبْ لِى أُمَّتِى অর্থাৎ হে আল্লাহ্! আমার উম্মতকে ক্ষমা করে দাও (ফতোওয়ায়ে রযবিয়া, ৩০/৭১২)

    ইমাম যুরকানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: সে সময় রাসূলে আকরাম, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আঙ্গুল সমূহকে এভাবে উঠিয়েছিলেন যেভাবে কোন ক্রন্দনকারী ব্যক্তি উঠিয়ে থাকে (যুরকানী আলাল মাওয়াহিব, /২১১)

    রহমতে আলম, নূরে মুজাস্সাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মিরাজ শরীফে গমণের সময় উম্মতের গুনাহগারদেরকে স্মরণ করে অশ্রুশিক্ত হয়েছেন, আল্লাহ্ পাকের দীদার এবং বিশেষ মুহূর্তেও গুনাহগার উম্মতদের স্মরণ করেছেন। (বুখারী, কিতাবুত তাওহীদ, ৪/৫৮১, হাদীস নং- ৭৫১৭) সারা জীবন বিভিন্ন সময়ে গুনাহগার উম্মতের জন্য চিন্তিত ছিলেন। (মুসলিম, বাবু দোয়ায়িন নবী লি উম্মতিহি, ১০৯ পৃষ্ঠা, হাদীস নং- ৩৪৬) যখন কবর শরীফে রাখা হয় তখন ঠোঁট মোবারক নড়াছড়া করছিল, কতিপয় সাহাবায়ে কিরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان কান লাগিয়ে শুনলেন, আস্তে



[1].    دُرُودِ تُنَجِّيْنَا :اللّٰهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَاةٌ تُنَجِيْنَا بِهَا مِنْ جَمِيعِ الْأَهْوَالِ وَالْأَفَاتِ وَتَقْضِى لَنَا بِهَا جَمِيعَ الْحَاجَاتِ وَتُطَهِّرُنَا بِهَا مِنْ جَمِيعِ السَّيِّئَاتِ وَتَرْفَعُنَا بِهَا أَعْلَى الدَّرَجَاتِ وَتُبَلِّغْنَا بِهَا أَقْصَى الْغَايَاتِ مِنْ جَمِيعِ الْخَيْرَاتِ فِي الْحَيَاةِ وَبَعْدَ الْمَمَاتِ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ