Do Noor Wale Sahabi

Book Name:Do Noor Wale Sahabi

মুস্তফার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন!

প্রিয় ইসলামী বোনেরা! আমাদেরও উচিত! আমরাও যেন আল্লাহর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সন্তুষ্ট করার চেষ্টা করি * নেক কাজ করি * গুনাহ থেকে বেঁচে থাকি * দরূদ শরীফ পড়ি * আল্লাহর যিকির করি * কুরআন শরীফের অধিক পরিমাণে তিলাওয়াত করি * নবী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুঃখী উম্মতের দুঃখ ভাগ করে নিই * মুসলমানের প্রতি সহানুভূতি প্রকাশ করি * অন্যদের উপকারে আসি এমন করলে
اِنْ شَآءَ الله আল্লাহ পাকের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন যদি রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সন্তুষ্ট হয়ে যান, তাহলে اِنْ شَآءَ الله আল্লাহ পাকও সন্তুষ্ট হয়ে যাবেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

পঞ্চম বৈশিষ্ট্য: বাইয়াতে রিদওয়ান

প্রিয় ইসলামী বোনেরা! হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর বৈশিষ্ট্যসমূহের মধ্যে পঞ্চম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যে, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বাইয়াতে রিদওয়ানের সময় নিজের হাতকে হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর হাত বলে ঘোষণা করেছিলেন

হিজরতের ষষ্ঠ বছর, হুদায়বিয়ার সন্ধির ঘটনা প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে দূত বানিয়ে মক্কা মুকাররমায় প্রেরণ করেন ততক্ষণে মক্কা মুকাররমা বিজয় হয়নি, মক্কা মুকাররমা অমুসলিমদের দখলে ছিল ফলে মক্কাবাসীরা হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে আটকে দেয় এদিকে একটি মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে যে, অমুসলিমরা হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে শহীদ করে দিয়েছে

গায়েব সম্পর্কে অবগত নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যদিও জানতেন যে এই খবর মিথ্যা, তবুও তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان থেকে এই মর্মে বাইয়াত নিলেন যে, যদি সত্যিই উসমান শহীদ হয়ে থাকেন, তবে আমরা অবশ্যই তাঁর প্রতিশোধ নেব