Do Noor Wale Sahabi

Book Name:Do Noor Wale Sahabi

করবে না মেজবানও মেহমানকে মিথ্যার ঝুঁকিতে ফেলার মতো প্রশ্ন করবে না, যেমন; বলা যে, আমাদের খাবার কেমন লাগলো? আপনার পছন্দ হয়েছে কি না? এমন পরিস্থিতিতে যদি পছন্দ না হওয়া সত্ত্বেও মেহমান সৌজন্যবশত খাবারের মিথ্যা প্রশংসা করে, তাহলে সে গুনাহগার হবে এই ধরনের প্রশ্নও করবে না যে, ”আপনি কি পেট ভরে খেয়েছেন নাকি খাননি?” কারণ এখানেও উত্তরে মিথ্যার আশঙ্কা থাকে যে, অভ্যাসবশত কম খাওয়া বা বিশেষ খাদ্যাভ্যাস বা কোনো বাধ্যবাধকতার কারণে কম খাওয়া সত্ত্বেও, পীড়াপীড়ি এড়াতে মেহমানকে বলতে হতে পারে যেআমি খুব পেট ভরে খেয়েছি * মেজবানের উচিত মেহমানকে মাঝে মাঝে বলা যে, “আরও খানকিন্তু তার উপর পীড়াপীড়ি করবে না (আলমগীরী, /৩৪৪) কখনো কখনো পীড়াপীড়ির কারণে বেশি খেয়ে ফেলতে পারে এবং তা তার জন্য ক্ষতিকর হতে পারে মেজবানের একেবারে চুপচাপও থাকা উচিত নয়, আবার এমনও করা উচিত নয় যে, খাবার রেখে অদৃশ্য হয়ে যাবে, বরং সেখানে উপস্থিত থাকবে (আলমগীরী, /৩৪৫)

    বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দুটি কিতাব বাহারে শরীয়ত ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব সুন্নাত আদব, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা ১০১ মাদানী ফুল ১৬৩ মাদানী ফুল হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد