Do Noor Wale Sahabi

Book Name:Do Noor Wale Sahabi

এটাই যে, আমরা যেন আল্লাহ পাকের প্রতি লজ্জা করি কিন্তু আমাদের অবস্থা এই যে, আমরা গুনাহের কাজে লজ্জা করি না এর বিপরীতে, অনেক সময় যেখানে নেকীর কাজ হয়, সেখানে مَعَاذَ الله আমাদের লজ্জা আসে শরয়ী পর্দা করতে হলে লজ্জা হয়, বুরকা (আবায়া) কেন পড়লে না? লজ্জা লাগে নেকীর দাওয়াত দাও! না, আমার লজ্জা লাগে অথচ লজ্জা সেখানে করা উচিত যা গুনাহের কাজ, কিন্তু আফসোস...! আমাদের সেখানে লজ্জা লাগে না

কল্যাণ চারটি জিনিসের মধ্যে নিহিত

মুসলমানদের তৃতীয় খলীফা হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: কল্যাণ ৪টি জিনিসের মধ্যে নিহিত: () নফল নামায পড়ে আল্লাহ পাকের প্রতি ভালবাসা প্রকাশ করার মধ্যে () আল্লাহ পাকের বিধানসমূহের উপর ধৈর্যধারণ করার মধ্যে () আল্লাহ পাকের তাকদীর (ভাগ্যলিপি) এর উপর সন্তুষ্ট থাকার মধ্যে () এবং আল্লাহ পাক দেখছেন, একারণে তাঁর প্রতি লজ্জা করার মধ্যে (আল লামউ, পৃ: ২৪৭)

ইসলামের স্বভাবজাত গুণ লজ্জা

ইবনে মাজাহ শরীফের হাদীস: নিশ্চয় প্রত্যেক দ্বীনের একটি বিশেষ চরিত্র আছে এবং ইসলামের চরিত্র হলো লজ্জা (ইবনে মাজাহ, পৃ: ৬৭৯, হাদীস: ৪১৮১ ) অর্থাৎ প্রত্যেক উম্মতের কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে যা অন্যান্য বৈশিষ্ট্যের উপর প্রাধান্য লাভ করে এবং ইসলামের সেই বৈশিষ্ট্য হলো লজ্জা একারণে যে, লজ্জা এমন একটি চরিত্র যা নৈতিক গুণাবলীর পরিপূর্ণতা, ঈমানের দৃঢ়তার কারণ এবং এর অন্যতম নিদর্শন

লজ্জার সাথে পরিবেশের সম্পর্ক

্রিয় ইসলামী বোনেরা! লজ্জার বিকাশের ক্ষেত্রে পরিবেশ এবং প্রশিক্ষণের বিরাট ভূমিকা রয়েছে। লজ্জাশীল পরিবেশ পেলে লজ্জা আরও সুন্দরভাবে বিকশিত হয়, পক্ষান্তরে নির্লজ্জ লোকদের সাহচর্য অন্তর ও দৃষ্টির পবিত্রতা ছিনিয়ে নিয়ে নির্লজ্জ করে দেয় অতঃপর মানুষ অসংখ্য অনৈতিক ও নাজায়িয কাজে লিপ্ত হয়ে যায়। একারণে যে, লজ্জাই তো ছিল যা মন্দ ও গুনাহ থেকে বাধা দিত। যখন লজ্জাই রইল না, তখন মন্দ থেকে কে বাধা দেবে? অনেক লোক এমন হয় যারা বদনামীর ভয়ে লজ্জিত হয়ে মন্দ কাজ করে না, কিন্তু যাদের সুনাম ও বদনামীর কোনো পরোয়া নেই, এমন নির্লজ্জ লোকেরা সব