Book Name:Do Noor Wale Sahabi
পড়াও) নূর, হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এই দুটি নূরকে একত্রিত করতেন, একারণে তাঁকে যুননূরাইন বলা হয়।
(আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ: ৬)
سُبْحَانَ الله! প্রিয় ইসলামী বোনেরা! এই স্থানে আমাদের জন্যও শেখার মাদানী ফুল রয়েছে। মুসলমানদের তৃতীয় খলীফা হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ প্রতিদিন রাতে বিতরের নামাযে সম্পূর্ণ কুরআন শরীফ তিলাওয়াত করতেন। আমরা চিন্তা করি যে, * আমরা কুরআন শরীফের কতটুকু তিলাওয়াত করি? * আমাদের কুরআন শরীফের সাথে কতটা অনুরাগ রয়েছে? * হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ মুখস্থ কুরআন পড়তেন, আমরা অন্তত দেখে পড়ি। * হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ সম্পূর্ণ কুরআন শরীফ দাঁড়িয়ে পড়তেন, আমরা অন্তত বসে পড়ি। * হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ প্রতিদিন সম্পূর্ণ কুরআন শরীফ পড়তেন, আমরা অন্তত এক পারা পড়ি। আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কুরআন শরীফ পাঠ করো! নিশ্চয়ই যে অন্তর কুরআন শরীফের সংরক্ষণাগার হয়, আল্লাহ পাক সেই অন্তরকে শাস্তি দেন না। (জামে সগীর, পৃ: ৮৩, হাদীস: ১৩৪০ )
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বিবাহে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুই শাহজাদী আবদ্ধ হন
প্রিয় ইসলামী বোনেরা! হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর বৈশিষ্ট্যসমূহের মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্য এই যে, তাঁর সাথে একের পর এক (অর্থাৎ একজন একজন করে) প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুই শাহজাদী বিবাহবন্ধনে আবদ্ধ হন।
হযরত আদম عَلَیْہِ السَّلَام থেকে শুরু করে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পর্যন্ত কমবেশি ১ লক্ষ ২৪ হাজার আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام আগমন করেছেন। অনেক নবীকেই আল্লাহ পাক কন্যা সন্তান দ্বারা ধন্য করেছেন, তাঁরা তাঁদের শাহজাদীদের বিবাহও দিয়েছেন। কিন্তু হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ ব্যতীত মানবজাতির ইতিহাসে এমন কোনো ব্যক্তি নেই, যাঁর সাথে কোনো নবীর عَلَیْہِ السَّلَام দুই কন্যা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।