Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

ছারকার কি আমদ .... মারহাবা, সারদার কি আমদ ..... মারহাবা,

আমেনা কে ফুল কি আমদ .... মারহাবা, রাসূলে মকবুল কি আমদ .... মারহাবা,

পিয়ারে কি আমদ .... মারহাবা, আচ্ছে কি আমদ .... মারহাবা,

সাচ্ছে কি আমদ .... মারহাবা, সুহনে কি আমদ .... মারহাবা,

মুহাম্মদ কি আমদ .... মারহাবা, মুখতার কি আমদ .... মারহাবা,

পুর নুর কি আমদ .... মারহাবা, আকা কি আমদ .... মারহাবা,

মারহাবা ইয়া মুস্তফা! মারহাবা ইয়া মুস্তফা! মারহাবা ইয়া মুস্তফা! মারহাবা ইয়া মুস্তফা!

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ক্ষমতা

ল্লাহ পাকের সর্বশেষ নবী, হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: যখন কিয়ামতের দিন আসবে তখন সকল লোকেরা একত্র হয়ে হযরত  আদম عَلَیْہِ السَّلَام এর কাছে উপস্থিত হবে এবং আবেদন করবে: আপনি আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য শাফায়াত করুন। তিনি বলবেন: আমি এই কাজের জন্য নই বরং তোমরা হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর কাছে যাও। কেননা, তিনি আল্লাহ পাকের খলিল(বন্ধু) তখন সকলে হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর কাছে যাবে, তিনিও বলবেন: আমি এই কাজের জন্য নই বরং তোমরা হযরত সায়্যিদুনা মুসা عَلَیْہِ السَّلَام এর নিকট যাও। কেননা, তিনি আল্লাহ পাকের কলিম। তখন সকলে হযরত মুসা عَلَیْہِ السَّلَام নিকট যাবে, তিনিও বলবেন: আমি এই কাজের জন্য নই বরং তোমরা হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর নিকট যাও। কেননা তিনি রূহুল্লাহ্ এবং কালিমাতুল্লাহ্। তখন লোকেরা হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর নিকট যাবে, তিনিও বলবেন: আমি এই কাজের জন্য নই বরং তোমরা হযরত মুহাম্মদ মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে চলে যাও।অতঃপর সবাই আমার নিকট আসবে তখন আমি