Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

হওয়ার পূর্বে তাদের উভয়ের পূর্বের পরের গোনাহ ক্ষমা করে দেওয়া হয়

(মসনদে আবি ইয়ালা,মসনদে আনাস ইবনে মালিক,/৯৫,হাদীস.২৯৫১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

মহান রাত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ১৪৪৪ হিজরীর রবিউল আউয়ালের ১২তম রাত আল্লাহ পাকের কাছে লাখ লাখ শোকরিয়া যে, যিনি আমাদেরকে আবারো একবার এই মহান ফযীলত বরকত পূর্ণ পবিত্র রাত নসীব করিয়েছেন এটা মহান রাত, যে রাতে রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়ায় শুভাগমন করেন

    হযরত শায়খ আব্দুল হক মুহাদ্দীস দেহলভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: নিঃসন্দেহে রহমতে আলম, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শুভাগমনের রাত লাইলাতুল কদরেরচেয়েও উত্তম কেননা, বিলাদতের(জন্ম) রাত হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই দুনিয়াতে শুভাগনের রাত যেহেতু লাইলাতুল কদরছরকারে দোআলম হুযুর
 صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে প্রদত্ত (নেয়ামতরাজীর) একটি মাত্র রাত (নেয়ামত) আর যে রাত হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র সত্তাপ্রকাশিত হওয়ার মাধ্যমে সম্মানিত, তা রাতের চেয়েও বেশি উত্তম, যে রাত ফিরিস্তা অবতীর্ণ হওয়ার মাধ্যমে সম্মানিত হয়েছে (অর্থাৎ শবে কদর)

(মা-সাবাতা বিস্সুন্নাহ, ১০০ পৃষ্ঠা)

    যখন সমগ্র বিশ্বে কুফরী, শিরক, পশুত্ব, বর্বরতার ঘোর অন্ধকার আছন্ন হয়ে গিয়েছিল, ১২ই রবিউল আউয়াল মক্কায়ে মুর্কারমায় হযরত আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর পবিত্র ঘর থেকে এমন এক নূরের জ্যোতি বিচ্ছুরিত হলো, যা সমগ্র বিশ্ব জগতকে