Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

শাস্তিকে পুরস্কার দ্বারা পরিবর্তন করে দিলেন

    হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; এক ব্যক্তি দরবারে রেসালতে উপস্থিত হয়ে আরয করলো: ইয়া রাসূলাল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! আমি ধ্বংস হয়ে গেছি ইরশাদ করলেন: কোন্ বিষয়টি তোমাকে ধ্বংসে পতিত করেছে?” আরয করলো: আমি রমযানে নিজের স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি ইরশাদ করলেন: তুমি কি গোলাম আযাদ করতে পারবে?” আরয করা হলো: না ইরশাদ করলেন: লাগাতার দুই () মাস রোযা রাখতে পারবে?” আরয করা হলো: না ইরশাদ করলেন: ষাট (৬০) জন মিসকিনকে খাওয়াতে পারবে?” আরয করলো: না, এই সময় তাঁর পবিত্র খেদমতে খেজুর পেশ করা হলো হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم (সেই ব্যক্তিকে) ইরশাদ করলেন: এগুলো দান করে দাও আরয করলো: এগুলো কি আমার চেয়ে বেশি অভাবীকে দান করবো? অথচ পুরো মদীনায় এমন কোন ঘর নেই যা আমার সমান অভাবী

فَضَحِكَ النَّبِیُّ صَلَّی اللهُ تَعَالٰی عَلَیْہِ وَسَلَّمَ حَتّٰی بَدَتْ نَوَاجِذُہُ وَقَالَ اِذْھَبْ فَاَطْعِمْہُ اَھْلَكَ

    অর্থাৎ রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই কথা শুনে মুচকি হাসলেন, এমনকি দাঁত মোবারক প্রকাশ পেলো এবং ইরশাদ করলেন: যাও এই খেজুরগুলো নিজের পরিবার-পরিজনকে খাইয়ে দাও (মনে করো এতেই তোমার কাফ্ফারা আদায় হয়ে গেছে)

(মুসলীম, কিতাবুস সিয়াম, ৫৬০/১১১১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    লা হযরত, ইমামে আহলে সুন্নাত, মাওলানা শাহ্ ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ফতোওয়ায়ে রযবীয়ায় এই হাদীস শরীফটি উদ্ধৃত করার পর হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মর্যাদা