Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

আওলা কি আমদ .... মারহাবা, লা কি আমদ .... মারহাবা,

ওয়ালা কি আমদ .... মারহাবা, বালা কি আমদ .... মারহাবা,

ইয়াসিন কি আমদ .... মারহাবা, ত্বহা কি আমদ .... মারহাবা,

মুজাম্মিল কি আমদ .... মারহাবা, মুদাস্সির কি আমদ .... মারহাবা,

মারহাবা ইয়া মুস্তফা, মারহাবা ইয়া মুস্তফা, মারহাবা ইয়া মুস্তফা, মারহাবা ইয়া মুস্তফা

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এতে কোন সন্দেহ নেই যে, সারা বিশ্বজগতের মালিক সৃষ্টিকর্তা আল্লাহ পাকই এবং সবকিছু তারই মুখাপেক্ষী কোন কিছুই তার আয়ত্ত এবং ক্ষমতার বাইরে নয় কিন্তু তিনি তাঁর আপন দয়া অনুগ্রহে সৃষ্টি থেকে তাঁর বিশেষ বান্দাদের যেমন- আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام আউলিয়ায়ে কিরামদের رَحِمَہُمُ الله বিভিন্ন ক্ষমতা উৎকর্ষতা দ্বারা ধন্য করেছেন এই বিষয়টি এভাবে বুঝার চেষ্টা করুন, যে যতটুকু মর্যাদার অধিকারী ছিল, তাকে তাঁর মর্যাদা অনুযায়ী ক্ষমতা প্রদান করেছেন নিঃসন্দেহে আম্বিয়ায়ে কিরামগণ عَلَیْهِمُ السَّلَام সেই সম্মণিত এবং পবিত্র ব্যক্তিত্ব, যাদের মর্যাদা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উচ্চ উচ্চতর তাই তাদেরকে দানকৃত মুজিযা, উৎকর্ষতা এবং ক্ষমতাগুলোও অন্যান্য সৃষ্টি থেকে সর্বোত্তম সর্বোচ্চ অতঃপর তাদের মধ্য থেকেও হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যেই পদ মর্যাদা অর্জিত তা কোন মুসলমানের কাছে গোপন নেই তাই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ক্ষমতা অন্যান্য আম্বিয়ায়ে কিরামদের عَلَیْهِمُ السَّلَام ক্ষমতা থেকে বেশি এবং সুস্পষ্ট

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    আল্লাহ পাক তাঁর পবিত্র কালাম কুরআনুল কারীমেও বিভিন্ন জায়গায় হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ক্ষমতা সম্পর্কে বর্ণনা