Namaz Ki Ahmiyat

Book Name:Namaz Ki Ahmiyat

ভরপুর অংশগ্রহন করুন, মাদানী কাফেলায় সফর এবং নেক আমল রিসালার উপর আমল করুন اَلْحَمْدُ لله! রমযানুল মোবারকের  বরকতের কথা কি আর বলবো এই মাসে ইবাদতের আগ্রহ বেড়ে যায় ছোট হোক বা বড়, বৃদ্ধ হোক বা যুবক সকলেই মসজিদের দিকে চলে আসে, এই স্পৃহা আগ্রহ বৃদ্ধি করার জন্য শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ দানকৃত ৭২ নেক আমল মধ্য হতে নেক আমল নাম্বার ৩৩ উপর আমল করুন, নেক আমলটি হলো: আপনি কি আজ তাহাজ্জুদের নামায আদায় করেছেন? অথবা রাতে না ঘুমানো অবস্থায় সালাতুল লাইল আদায় করেছেন?

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা নামাযের গুরুত্ব ফযীলত সম্পর্কে শুনছিলাম মনে রাখবেন! নামায হচ্ছে দ্বীনের স্তম্ভ, নামায রোগ বালাই থেকে রক্ষা করে, নামায উপার্জনে বরকতের উপায় এবং কবরের আযাব থেকে বাঁচানোর পাশাপাশি অন্ধকার কবরের প্রদীপ স্বরূপ কুরআন হাদীসে যেখানেই নামায আদায়ের আদেশ এসেছে, এর উদ্দেশ্য হচ্ছে নামাযকে সকল ফরয সমূহ ওয়াজিব সহকারে আদায় করাই আর পুরুষদের জন্য নামাযের ওয়াজিব সমূহের মধ্যে এটাও রয়েছে যে, তা জামআত সহকারে পড়া হাদীসে মুবারাকায় জামআত সহকারে নামায পড়ার অসংখ্য ফযীলত বর্ণিত হয়েছে, আসুন! উৎসাহ গ্রহণার্থে  প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ৩টি বাণী শ্রবণ করি:

. ইরশাদ হচ্ছে: জামআত সহকারে নামাযের মর্যাদা একাকী নামাযের চেয়ে সাতাইশ (২৭) গুণ বেশী (বুখারী, কিতাবুল আযান, /২৩২, হাদীস নং-৬৪৫)