Book Name:Namaz Ki Ahmiyat
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! আল্লাহ পাকের কোটি কোটি দয়া যে তিনি আমাদেরকে আরো একবার মাহে রমযান দেখার তাওফিক দান করেছেন। এই মোবারক মাসের কথা কি আর বলবো এই মাস তো নেকী অর্জন করার সিজন কেননা এই মাসে আল্লাহ পাক নফলের সাওয়াব ফরযের সমান আর ফরযের সাওয়াব সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, অভিশপ্ত শয়তানকে বন্দি করে রাখা হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয়। এই মাসের একটি বিশেষত্ব এটাও যে এটাতে নেকী করার মানসিকতা হয়ে যায়, মসজিদসমূহ আবাদ হয়ে যায়। হে আশিকানে রাসূল আমরা তো নামায আদায় করে থাকি কিন্তু আমরা কি নামায সঠিকভাবে পড়তে পারি? আমরা কি নামাযের গুরুত্ব অনুধাবন করি? আসুন! আজকের এই সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় আমরা