Namaz Ki Ahmiyat

Book Name:Namaz Ki Ahmiyat

নামাযের গুরুত্ব ফযীলত, নামায পড়ার উপকারীতা এবং নামায না পড়ার ক্ষতি সম্পর্কে শ্রবণ করবো

কবরে আগুনের শিখা

    শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর রিসালা কাফন চোর এর ২০ পৃষ্ঠায় একটি শিক্ষনীয় ঘটনা উদ্ধৃত করেন: এক ব্যক্তির বোন মারা গেলো যখন সে তাকে দাফন করে ফিরে আসছিলো তখন মনে পড়লো যে, টাকার ব্যাগটি কবরেই পড়ে গিয়েছিলো, সুতরাং সে তার বোনের কবরে এলো এবং কবর খনন করলো যেন ব্যাগটি বের করে নিতে পারে সে দেখলো যে, কবরে আগুনের শিখা প্রজ্বলিত হচ্ছিলো সুতরাং সে কোনভাবে কবরে মাটি চাপা দিলো এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কাঁদতে কাঁদতে মায়ের নিকট এলো এবং জিজ্ঞাসা করলো: প্রিয় মা! আমার বোনের আমল কেমন ছিলো? তিনি বললেন: বৎস! কেন জিজ্ঞাসা করছো? আরয করলাম: আমি আমার বোনের কবরে আগুনের শিখা প্রজ্বলিত হতে দেখেছি একথা শুনে মা কাঁদতে লাগলো এবং বললো: আফসোস! তোমার বোন নামাযে অলসতা করতো এবং নামাযের সময় অতিবাহিত করে (অর্থাৎ নামায কাযা করে) পড়তো (মুকাশাফাতুল কুলুব, ১৮৯ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণনাকৃত শিক্ষনীয় ঘটনাটি থেকে জানা গেলো! নামাযে অলসতা করা অনেক বড় গুনাহ এবং কবরের আযাবের কারণ, আমাদেরও পাঁচ ওয়াক্ত নামায গভীর আগ্রহ সহকারে মসজিদে জামআত সহকারে আদায় করা উচিৎ এবং নামাযে কখনোই অলসতা করা উচিৎ নয়, কেননা এটি