Namaz Ki Ahmiyat

Book Name:Namaz Ki Ahmiyat

গোপনীয় সুন্নাত ও আদবের প্রতি লক্ষ্য রেখে নামায আদায় করি তবে আমাদের উপরও অবশ্যই নামাযের বরকত প্রকাশিত হবে। খুবই আফসোসের বিষয় হলো যে, আমাদের মধ্যে অনেকে তো প্রথম থেকেই নামায পড়ে না এবং যারা পড়ে তাদের মধ্যেও অনেকে নামাযের মৌলিক মাসআলা গুলো জানে না, যার কারণে নামাযে ভুল হওয়ায় নিজের নামায নষ্ট হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের উচিৎ যে, নিয়মিত নামায আদায়ের দৃঢ় নিয়্যত করার পাশাপাশি নামাযের সঠিক আদায়ের দিকেও ভরপুর মনোযোগ রাখা, যেন আমাদের নামায নষ্ট হওয়া থেকে রক্ষা পায়, নিজের নামাযকে ভুল থেকে বাঁচাতে, তা আদায়ের সঠিক পদ্ধতি শিখতে এবং নামাযের প্রয়োজনীয় মাসআলা জানতে শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর “নামাযের আহকাম” কিতাবটি অধ্যয়ন এবং মাদানী কাফেলায় সফর করুন, এছাড়াও সাত (৭) দিনের ফয়যানে নামায কোর্স করাও খুবই উপকারী। তাছাড়াও আশিকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে এর বিভাগ সমূহে নিজের খেদমতও পেশ করুন।

 

নামাযের সময়সূচী বিভাগ

          اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী নেকীর দাওয়াত ব্যাপক করার এবং সুন্নাতের সাড়া জাগানোর জন্য ৮০টিরও অধিক বিভাগে কাজ করে যাচ্ছে, এর মধ্যে একটি বিভাগ হচ্ছে “নামাযের সময়সূচীও” যাতে সময়ের জ্ঞানের (ইলমে তাওকিত) মাধ্যমে নামাযের সময়, সূর্যোদয় ও সূর্যাস্থ  এবং কিবলার সঠিক দিক জানার মানচিত্রও অন্তর্ভূক্ত করা হয়েছে। اَلْحَمْدُ لِلّٰه নামাযের সময় সূচী এখনো পর্যন্ত শুধু ইলমে তাওকিতের (সময়ের জ্ঞানের) নিয়ম নীতি অনুযায়ী অসংখ্য শহরের নামাযের সময় সূচীর মানচিত্র তৈরি করে নি বরং এই বিষয়ে আরো একটি পদক্ষেপ গ্রহণ করে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর অনন্য বিভাগ “আই টি ডিপার্টমেন্ট” এর সহযোগিতায় “Prayer Times নামে একটি অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে যা মোবাইল ইত্যাদিতে নামাযের নির্ধারিত সঠিক সময় সূচীর ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। সুতরাং কম্পিউটার (ডেস্কটপ অ্যাপ্লিকেশন) এর মাধ্যমে সারা বিশ্বের প্রায় ২৭ স্থানে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে  প্রায় ১০,০০০ হাজার স্থানের জন্য নামাযের সঠিক সময় ও কিবলার দিক নির্দেশনা  সম্পর্কে সহজেই জানতে পারে। 

          টাইম সিস্টেম সম্পর্কে কোন প্রকারের সমস্যা বা প্রস্তাবনা থাকলে তা বিভাগের দায়িত্বশীলদের অবহিত করতে এই ই-মেইল ঠিকানায় (prayer@dawateislami.net) যোগাযোগ করতে পারেন।

 

রোযার নিয়্যতের মাদানী ফুল

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কিতাব “ফয়যানে রমযান” থেকে রোযার নিয়্যত সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। * রমযানের রোযা ও ‘নির্ধারিত মান্নত’ ও নফল রোযার নিয়্যতের সময়-সীমা সূর্যাস্তের পর থেকে পরদিন ‘দ্বাহওয়ায়ে কুবরা’ অর্থাৎ ‘শরীয়াত সম্মত অর্ধ দিবস’ এর পূর্বক্ষণ পর্যন্ত, এ পুরো সময়ের মধ্যে আপনি যখনই নিয়্যত করে নিবেন, এ রোযা হয়ে যাবে। (রদ্দুল মুহতার,