Namaz Ki Ahmiyat

Book Name:Namaz Ki Ahmiyat

৩/৩৯৩ পৃষ্ঠা) * ‘নিয়্যত’ হচ্ছে মনের ইচ্ছার নাম, মুখে বলা শর্ত নয় কিন্তু মুখে বলা মুস্তাহাব, যদি রাতে রমযানের রোযার নিয়্যত করেন, তবে এভাবে বলুন:

نَوَیْتُ اَنْ اَصُوْمَ غَدًا لِلّٰهِ تَعَالٰی مِنْ فَرْضِ رَمَضَان۔

          অনুবাদ: আমি নিয়্যত করলাম যে, আল্লাহ পাকের জন্য কাল এই রমযানের ফরয রোযা রাখবো।

          * যদি দিনের বেলা নিয়্যত করেন তবে এভাবে বলুন:

نَوَیْتُ اَنْ اَصُوْمَ هٰذَا الْیَوْمَ لِلّٰهِ تَعَالٰی مِنْ فَرْضِ رَمَضَان۔

          অনুবাদ: আমি নিয়্যত করলাম যে, আল্লাহ পাকের জন্য আজকের এই রমযানের ফরয রোযা রাখবো। (রদ্দুল মুহতার, ৩/৩৩২ পৃষ্ঠা) * আরবীতে নিয়্যতের বাক্যগুলো আদায় করলে তা নিয়্যত বলে তখনই গন্য হবে, যখন এর অর্থও জানা থাকে, আর একথাও স্মরণ রাখুন যে, মুখে নিয়্যত করা, হোক যে কোন ভাষায়, এটা তখনই কর্যকর হবে, যখন অন্তরেও নিয়্যত বিদ্যমান থাকে। (প্রাগুক্ত) * নিয়্যত নিজের মাতৃভাষায়ও করা যেতে পারে। (রদ্দুল মুহতার, ২/৩৩২) * যদি দিনের বেলায় নিয়্যত করেন, তবে আবশ্যক যে, এভাবে নিয়্যত করা, আমি সুবহে সাদিক থেকে রোযাদার। যদি এভাবে নিয়্যত করেন যে, আমি এখন থেকে রোযাদার, ভোর থেকে নয় তাহলে রোযা হবে না। (আল জাওহারাতুন নাইয়্যারা, ১/ ১৭৫ পৃষ্ঠা)

 

ঘোষণা

          ইতিকাফের অবশিষ্ট সুন্নাত ও আদব তারবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং সেই মাদানী ফুল সমূহ জানতে তারবিয়্যতি হালকায় অবশ্যই অংশ গ্রহণ করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ২টি দোয়া

 

 

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

        বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি আলা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)