Namaz Ki Ahmiyat

Book Name:Namaz Ki Ahmiyat

          হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন رَحۡمَۃُ اللہِ عَلَیْہِ বলেন: বে নামাযী আল্লাহ পাকের নিরাপত্তায় থাকে না। নামাযের বরকতে মানুষ দুনিয়ায় বিপদাপদ থেকে, মৃত্যুর সময় মন্দ মৃত্যু থেকে, কবরে (পরীক্ষায়) অকৃতকার্য হওয়া থেকে, হাশরে বিপদ থেকে আল্লাহ পাকের অনুগ্রহে নিরাপদ থাকে। (মিরাতুল মানাজিহ, ১/৭৯)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! নামাযের বিষয়ে অলসতা প্রদর্শন করা আল্লাহ পাকের অসন্তুষ্টি, জাহান্নামের অধিকারী এবং পরিবার ও সম্পদে বরকত শুন্যতার কারণ। আল্লাহ পাক আমাদেরকে নিয়মিত নামায আদায় করার আদেশ দিয়ে ২য় পারায় সূরা বাকারার ২৩৮ নং আয়াতে ইরশাদ করেন:

حٰفِظُوْا عَلَی الصَّلَوٰتِ وَ الصَّلٰوۃِ الْوُسْطٰی ٭ وَ قُوْمُوْا لِلّٰہِ  قٰنِتِیْنَ (۲۳۸)

(পারা ২, সূরা বাকারা, আয়াত ২৩৮)            কানযুল ঈমান থেকে অনুবাদ: সজাগ দৃষ্টি রেখো সমস্ত নামাযের প্রতি এবং মধ্যবর্তী নামাযের প্রতি। আর দন্ডায়মান হও আল্লাহর সম্মূখে আদব সহকারে।

 

          নামাযের গুরুত্বের অনুমান এই বিষয় থেকেও হয় যে, আল্লাহ পাকের প্রিয় নবী হযরত সায়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ عَلَیْہِ السَّلَام নিজের এবং নিজের সন্তানদের জন্য নামায প্রতিষ্ঠিত রাখান জন্য দোয়াও করেছেন, যার আলোচনা ১৩তম পারায় সূরা ইব্রাহিমের ৪০ নং আয়াতে এভাবে রয়েছে:

رَبِّ اجْعَلْنِیْ مُقِیْمَ الصَّلٰوۃِ  وَ مِنْ ذُرِّیَّتِیْ ٭ۖ رَبَّنَا وَ تَقَبَّلْ دُعَآءِ (۴۰)

(পারা ১৩, সূরা ইব্রাহিম, আয়াত ৪০)            কানযুল ঈমান থেকে অনুবাদ: হে আমার রব! আমাকে নামায ক্বায়েমকারী রাখো এবং আমার কিছু বংশধরকেও। হে আমাদের রব! এবং আমার প্রার্থনা কবুল করে নাও।

 

          মনে রাখবেন! কিয়ামতের দিনও সর্বপ্রথম নামায সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেমনটি হাদীসে পাকে রয়েছে: “اَوَّلُ مَایُحَاسَبُ بِہِ الْعَبْدُ یَوْمَ الْقِیَامَۃِ صَلَا تُہٗ” অর্থাৎ কাল কিয়ামতের দিন বান্দার নিকট সর্বপ্রথম তার নামায সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লামা আব্দুর রউফ মুনাভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের আলোকে বলেন: নিশ্চয় নামায ঈমানের নিদর্শন এবং ইবাদতের মূল। (আত তাইসির ১/৩৯১) নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে তিনবার সবচেয়ে উত্তম আমল সম্পর্কে প্রশ্ন করলে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তিনবারই উত্তর দিলেন যে, নামায সবচেয়ে উত্তম আমল। (মুসনাদে ইমাম আহমদ, মুসনাদে আব্দুল্লাহ বিন ওমর বিন আস, ২/৫৮০, হাদীস নং-৬৬১৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد