Shetan Ki Insan Se Dushmani

Book Name:Shetan Ki Insan Se Dushmani

অহঙ্কার থেকে বাঁচার উপায়

          অহঙ্কার থেকে মুক্তির জন্য বিনয়ের ফযীলতের প্রতি দৃষ্টি রাখুন এবং এভাবে চিন্তা ভাবনা” অর্থাৎ নিজের আমলের হিসাব করুন যে, হাশরের ময়দানে প্রত্যেককে নিজের কৃতকর্মের হিসাব দিতে হবে, আমাকেও আপন প্রতিপালকের দরবারে নিজের আমলের হিসাব দিতে হবে, যদি অহঙ্কারের কারণে আমার প্রতিপালক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান এবং আমাকে দোযখে নিক্ষেপ করে দেয়া হয় তবে দোযখের ভয়াবহ আযাব কিভাবে সহ্য করবো? এমনভাবে নিজের আমলের হিসেব করাতে اِنْ شَآءَ الله অহঙ্কার থেকে বাঁচতে অনেক সাহায্য অর্জিত হবে।

          অনুরূপভাবে অহঙ্কার এবং অন্যান্য মন্দ কাজ থেকে মুক্তির জন্য দোয়ার সহায়তাও নিন, কেননা দোয়া হলো মুমিনের হাতিয়ার। সুতরাং দোয়া করুন: হে আল্লাহ! আমি নেককার হতে চাই, অহঙ্কার এবং অন্যান্য সকল মন্দ কাজ থেকে পিছু ছাড়াতে চাই, কিন্তু নফস ও শয়তান আমাকে চেপে ধরেছে, তুমি এর মোকাবেলায় আমাকে সফলতা দান করো, আমাকে নেককার বানিয়ে দাও, বিনয়ের অনুসারী বানিয়ে দাও।

 

ডক্টরের সাথে যোগাযোগ মজলিস

          প্রিয় ইসলামী ভাইয়েরা! শয়তানের প্রতারনা এবং অন্যান্য গুনাহ থেকে বাঁচার আরো একটি অনন্য মাধ্যম হলো আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে দ্বীনের খেদমতের কাজে লিপ্ত হয়ে যাওয়া। اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী প্রায় ৮০টি বিভাগের মাধ্যমে নেকীর দাওয়াতের আলোড়ন জাগাতে নিয়োজিত রয়েছে, তন্মধ্যে একটি বিভাগ হলো ডক্টরের সাথে যোগাযোগ মজলিস। বর্তমান যুগে চিকিৎসার ধরন বিভিন্ন প্রকার হওয়ার কারণে ডাক্তারদের পরিচিতির জন্য পৃথক পৃথক নাম রাখা করা হয়। সুতরাং যখন ডাক্তারের নাম নেওয়া হয় তখন সাধারণত এলোপাথিক ডাক্তার উদ্দেশ্য হয়। ইউনানী চিকিৎসকদেরকে হাকিম বলা হয়, পশুদের ডাক্তারকে ভেটেরিনারি ডাক্তার বলা হয় এবং ডাক্তারদের একটি প্রকারকে হোমিওপ্যাথিক ডাক্তারও বলা হয়। মোট কথা; বর্তমান যুগে চিকিৎসকদেরকে দেখা যায় তাদের অধিকাংশ ফরয জ্ঞান অর্থাৎ মৌলিক প্রয়োজনীয় দ্বীনী জ্ঞান থেকে অজ্ঞ। সুতরাং নবী প্রেমিকদের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে চিকিৎসকদের প্রতিটি শ্রেণীর জন্য একটি পৃথক বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। এই সমস্ত বিভাগ প্রতিষ্ঠা করার মৌলিক উদ্দেশ্য হলো, এই পেশার সাথে জড়িত লোকদের হৃদয়ে ফরয জ্ঞানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাদের নিকট দাওয়াতে ইসলামীর দ্বীনি বার্তা পৌঁছে দেওয়া এবং তাদেরকে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করে এই মাদানী উদ্দেশ্য" আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে" اِنْ شَآءَ الله অনুযায়ী জীবন যাপনের মন মানসিকতা সৃষ্টি করা।