Dil Ki Sakhti

Book Name:Dil Ki Sakhti

আমরাও যদি আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর এই সুন্দর চিন্তাধারা অনুযায়ী মসজিদ নির্মাণ করা এবং ব্যক্তিগত প্রচেষ্টা করে মসজিদ আবাদকারী হয়ে যেতাম

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযিলত এবং কিছু সুন্নাত ও আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে (মূলত) আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। (মিশকাতুল মাসাবিহ, /৫৫, হাদিস: ১৭৫,)

সুরমা লাগানোর সুন্নাত ও আদব

প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর১০১ মাদানী ফুলপুস্তিকা থেকে সুরমা লাগানোর সুন্নাত আদব শ্রবণ করি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: সকল সুরমার মধ্যে উত্তম হলোইসমাদ”, কেননা এটি দৃষ্টিশক্তি প্রখর করে আর পলক গজায় (ইবনে মাজাহ, কিতাবুত তোহফা, /১১৫, হাদিস: ৩৪৯৭)
* পাথরী সুরমা ব্যবহারে কোন সমস্যা নাই এবং কালো সুরমা বা কাজল সৌন্দর্যের (নিয়্যতে) পুরুষের লাগানো মাকরূহ এবং সৌন্দর্যের উদ্দেশ্য না হলে তবে নিষেধ নয় (ফাতাওয়ায়ে হিন্দিয়া, /৩৫৯)

 

ঘোষণা

          সুরমা লাগানোর অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়্যতী হালকায় বয়ান করা হবে অতএব এগুলো জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد