Book Name:Dil Ki Sakhti
অন্তরের কঠোরতা দূর করার জন্য মাঝে মাঝে কবর যিয়ারত করাও উচিত, এতে অবস্থানরত মৃতের অসহায়ত্বের প্রতি এভাবে ভাবুন যে, এদের মধ্যে অনেকে এমনও ছিলো, যারা তাদের কাপড়ে মাটির একটি দাগও সহ্য করতে পারতো না, অথচ আজ স্বয়ং কবরে কয়েক মণ মাটির নিচে অসহায় অবস্থায় পড়ে আছে। অনেকে আবার এমন সূক্ষ্ম মেজাজের ছিলো যে, নিজের নাকে কখনো মাছি বসতে দিতো না, কিন্তু আজ কবরে কীট-প্রতঙ্গরা তার অবস্থা বেহাল করে দিয়েছে হয়তো? কবর যিয়ারত করে এরূপ চিন্তাভাবনা করলে اِنْ شَآءَ الله অন্তরে কোমলতা সৃষ্টি হবে। যেমনটি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরামদের عَلَیْہِمُ الرِّضْوَان ইরশাদ করেন: “আমি তোমাদের কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা কবর যিয়ারত করো, কেননা এটি অন্তরকে কোমল করে, চোখ থেকে অশ্রু নির্গত করে এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয়।“ (মুসতাদরাক, কিতাবুজ জানায়িয, ১/৭১০, হাদিস: ১৪৩৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নেক আমল নাম্বার ১০ এর প্রতি উৎসাহ:
প্রিয় ইসলামী ভাইয়েরা! অন্তরের কঠোরতার চিকিৎসা করতে, নেকীর প্রেরণা পেতে এবং গুনাহ থেকে বাঁচার মানসিকতা তৈরী করার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান আর যেলী হালকার ১২টি দ্বীনি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। "৭২টি নেক আমল" এর উপর আমল এবং আশিকানে রাসূলের সাথে মাদানী কাফেলায় সফর করুন। শায়খে তরিকত, আমীর আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত "৭২টি নেক আমল" এর মধ্যে ১০ নাম্বার নেক আমল হলো: আপনি কি আজকে কানের বিভিন্ন গুনাহ অর্থাৎ গীবত করা, গান বাজনা, খারাপ ও অশ্লিল কথা, মোবাইল ফোনের মিউজিক্যাল টোন, কলার টোন ইত্যাদি শোনা থেকে বেঁচে থাকার চেষ্টা করেছেন? এটি এমন একটি নেক আমল, এর উপর যদি আমলকারী হয়ে যায় তবে অসংখ্য গুনাহ থেকে বেঁচে যাবো। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের উপর আমল করার তাওফিক দান করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
খুদ্দামুল মাসাজিদ (মসজিদ নির্মাণ) বিভাগ:
اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী ৮০টিরও বেশি বিভাগে দ্বীনি কাজ করে যাচ্ছে, এই বিভাগগুলোর মধ্যে একটি হলো "খুদ্দামুল মাসাজিদ তথা মসজিদ নির্মাণ" বিভাগও রয়েছে। এই বিভাগের অধীনে যেই এলাকায় মসজিদ প্রয়োজন হয় সেখানে মসজিদ নির্মাণ করা হয়। তাছাড়া তা আবাদ করা অর্থাৎ ইমাম, মুয়াজ্জিন ও খতিব নিয়োগ এবং তাঁদের বেতনের ব্যবস্থাও এই বিভাগের অধীনে হয়ে থাকে। اَلْحَمْدُ لِلّٰه এই বিভাগ বছরে ৬০০টিরও বেশি মসজিদ নির্মাণ করছে অর্থাৎ প্রতিদিন ২টি মসজিদ নির্মাণ করছে, যা একটি বড় অর্জন। এই বিভাগটি আসলে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর মসজিদের প্রতি ভালোবাসার ফসল, তাঁর এই আগ্রহ যে, মসজিদ আবাদ করা, এর অনুমান এই বিষয়টি দ্বারা করুন যে, তিনি “দাওয়াতে ইসলামী” কে মসজিদ ভরা সংগঠন বলে ঘোষণা করেছেন। তিনি মাঝে মাঝে সাপ্তাহিক ইজতিমা ও মাদানী মুযাকারায় মসজিদ আবাদ করার উৎসাহ দিতে থাকেন। আহ!