Dil Ki Sakhti

Book Name:Dil Ki Sakhti

 

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১৫ আগস্ট ২০২৪ইং

(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(
৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।

 

সুরমা লাগানোর অবশিষ্ট সুন্নাত ও আদব

          * সুরমা ঘুমানোর সময় ব্যবহার করা সুন্নাত (মিরআতুল মানাজীহ, /১৮০) * সুরমা ব্যবহার করার তিনটি বর্ণিত পদ্ধতির সারাংশ উপস্থাপন করছি: () কখনো উভয় চোখে তিন তিন শলাকা, () কখনো ডান চোখে তিন আর বাম চোখে দুই শলাকা, () কখনো উভয় চোখে দুই শলাকা করে অতঃপর শেষে এক শলাকায় সুরমা লাগিয়ে তাই উভয় চোখে লাগান (শুয়াবুল ঈমান, /২১৮, হাদিস: ৬৪২৮) * এভাবে করাতে اِنْ شَآءَ الله তিনটি সুন্নাতের উপর আমল হতে থাকবে * সম্মানিত যত কাজ রয়েছে তা সবই আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ডান দিক থেকে শুরু করতেন, অতএব প্রথমে ডান চোখে সুরমা লাগান অতঃপর বাম চোখে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দুনিয়া ও আখিরাতের অপমান থেকে মুক্তির দোয়া

          দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী “দুনিয়া ও আখিরাতের অপমান থেকে ‍মুক্তির দোয়া” মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:

اَللّٰہمَّ اَحْسِنْ عَاقِبَتِی فِی الْاُمُورِ کُلِّھَا وَ اَجِرْنِیْ مِنْ خِزْیِ الدُّنْیَا وَ عَذَابِ الْاَخِرَۃِ

(আল মুজামুল কবীর, /৩৩, হাদিস: ১১৯৬)

হে আল্লাহ! সকল কাজে আমার ফলাফল ভালো করো এবং আমাকে দুনিয়ার অপমান আখিরাতের আযাব থেকে রক্ষা করো

(ফয়যানে দোয়া, পৃ: ৩১৬)      

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

 

 

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের  জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।

(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)

          আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যতকরে নিই।

১.  আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।

২.  যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়)  করবো।

৩.  যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো।

৪.  গুনাহ থেকে বিরতকারী কোনো নেক আমলের উপর (আল্লাহ না করুক) আমল না হলে, তবে তাওবা ও ইস্তিগফার করার পাশাপাশি ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করবো।

৫.  বিনা প্রয়োজনে নিজের নেকী (যেমন; অমুক অমুক বা এতগুলো নেক কাজের উপর আমল করেছি) প্রকাশ করবো না।