Qiyamat Ki Alamaat

Book Name:Qiyamat Ki Alamaat

স্কুলে, কলেজে, বসতিতে, জাহাজে, ট্রেনে! মোটকথা এমন স্থান রয়েছে, যেখানে গান এবং সঙ্গীত বিরাজ করছে না। বরং এখন তো আল্লাহর পানাহ! অবস্থা এতটুকু পৌঁছে গেছে যে, মসজিদে মোবাইলে গান এবং সঙ্গীতের আওয়াজ বাজতে থাকে। আল্লাহ পাক আমাদের অবস্থার উপর দয়া করুক।

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কিয়ামতের প্রস্তুতি নিন!

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ আমরা কিয়ামতের নিদর্শন সম্পর্কে শুনলাম। নিঃসন্দেহে আমাদের ঈমান রয়েছে যে, কিয়ামত একদিন না একদিন অবশ্যই আসবে। আজ এই বিষয়ের প্রয়োজন যে, আমরা নিজেদের আমল ও অবস্থায় এমন পরিবর্তন নিয়ে আসি, যা আমাদের কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচাতে পারে।

          হযরত ইমাম গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যারা দুনিয়ায় থেকে কিয়ামতের ব্যাপারে বেশি ভাববে, তারা ঐ ভয়াবহতা থেকে বেশি নিরাপদ থাকবে। নিশ্চয় আল্লাহ পাক বান্দার উপর দু’টি ভয় একত্র করেন না, সুতরাং যারা দুনিয়ায় এই ভয়াবহতার ভয় করবে তারা আখিরাতে তা থেকে নিরাপদ থাকবে। ভয় দ্বারা উদ্দেশ্য মহিলাদের মতো কান্না করা নয় যে, চোখে দিয়ে অশ্রু প্রবাহিত করবে এবং শুনার সময় মন নরম হয়ে যাবে, অতঃপর তুমি তা ভূলে গিয়ে নিজের খেলাধুলায় লিপ্ত হয়ে যাবে। এই অবস্থাটির ভয়ের সাথে কোন সম্পর্ক নেই বরং যে ব্যক্তি যেই জিনিষের ভয় করে তা থেকে পালিয়ে বেড়ায় এবং যে জিনিষের আকাঙ্ক্ষা রাখে তা চায়। সুতরাং তোমাকে সেই ভয় মুক্তি দিবে, যা আল্লাহ পাকের অবাধ্যতা থেকে বিরত রাখে এবং তাঁর ইবাদত ও আনুগত্যের প্রতি উদ্ভুদ্ধ করে। (ইহইয়াউল উলুম, ৫/২৮৬-২৮৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নেক আমল ১৩ এর প্রতি উৎসাহ:

          প্রিয় ইসলামি ভাইয়েরা!দুনিয়া এবং সেটার আরাম আয়েশকে ত্যাগ করতে, তাকওয়া পরহেযগারির নেয়ামত পেতে আশেকানে রাসুলের দ্বীনি সংঘঠন দাওয়াতে ইসলামির মাদানী পরিবেশের সাথে  সম্পৃক্ত হয়ে যান। ১২ দ্বীনি কাজ খুব আন্তরিকতার সাথে করুন। মাদানী কাফেলায় সফর এবং নেক আমলের উপর আমল করুন اِنْ شَآءَ الله দুনিয়া ও আখিরাতের অসংখ্য কল্যান নসীব হবে। শায়খে ত্বরীকত আমিরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত “৭২ নেক আমল” এর উপর আমল করুন। এই ৭২ নেক আমল সমূহের মধ্যে হতে ১৩ নম্বর নেক আমলটি হলো: আপনি কি আজ কথা বার্তা, ফোনে আলোচনা এবং কাজ কর্ম বন্ধ রেখে আযান ও ইকামতের জবাব দিয়েছেন?

          প্রিয় ইসলামি ভাইয়েরা! আযান শ্রবনকারিদের আযানের জবাব দেওয়ার হুকুম রয়েছে। (বাহারে শরীয়ত, ১ম খন্ড, পৃঃ ৪৭২) অর্থাৎ যে বাক্যগুলো মুয়াজ্জিন পড়ে জবাবে সেটাই বলা এটাকে আযানের জবাব বলে। আফশোস ইলমে দ্বীন থেকে দূরে থাকার কারনে অনেক লোক এই