Qiyamat Ki Alamaat

Book Name:Qiyamat Ki Alamaat

ব্যাপারে জ্ঞানই রাখে না। ৭২ নেক আমলের বরকতে যেভাবে অনেক নেক আমলের ধারাবাহিকতা পাওয়া যায় সেভাবে ইলমে দ্বীনের ভান্ডারও অর্জিত হয়। আল্লাহ পাক আমাদেরকে ধারাবাহিকতার সাথে “৭২ নেক আমল” এর উপর আমল করার তাওফিক দান করুন, আমীন।

 

সাপ্তাহিক ইজতিমা বিভাগ:

          اَلْحَمْدُ لِلّٰه আশেকানে রাসুলের দ্বীনি সংঘঠন দাওয়াতে ইসলামি পুরো দুনিয়ায় ৮০ টির অধিক বিভাগে নেকীর দাওয়াতের সাড়া জাগাচ্ছে। সেগুলোর মধ্যে থেকে একটি “সাপ্তাহিক ইজতিমা বিভাগ মজলীস”ও রয়েছে। সাপ্তাহিক ইজতিমা বিভাগ সাধারনত ৩ থেকে ৫ জন সদস্য বিশিষ্ট হয়ে থাকে। ক্বারী ও নাত পড়ুয়া এবং মুবাল্লিগের রুটিন তৈরী করা, তিলাওয়াত ও নাত এবং বয়ানের লিস্ট তৈরী করে সংশ্লিষ্ট যিম্মাদারকে কমপক্ষে ৭দিন পূর্বে জানানো। ইজতিমার জায়গায় বিশেষ করে প্রবেশ দ্বারে হেফাজতের জন্য প্রহরী নিয়োগ করা। ইস্পিকার, লাইটস, জেনেটর ও ইউ পি এস এর ব্যবস্থা করা। অযুখানা ও ইস্তিন্জা খানায় পানি ইত্যাদি ব্যবস্থা করা, ইজতিমার জায়গা এবং মসজীদ পরিস্কারের খেয়াল রাখা, কার্পেট ও চাটাই বিছানো আর ইজতিমা শেষে উঠিয়ে নেওয়া, অযুখানা ও মসজীদের ছাঁদে আলাপচারিতায় রত ইসলামি ভাইদের নম্রতা ও ভালোবাসা দিয়ে সুন্নাতে ভরা ইজতিমায় অংশ গ্রহন করানো, প্রয়োজন অনুসারে উপযুক্ত জায়গায় পানির নল লাগানো, মাকতাবাতুল মদীনার কিতাব ও পুস্তিকার স্টলের ব্যবস্থা আর স্টলে শরয়ী বিরোধী ও অনৈতিক লিটারেচার এবং মানহিন খাবার পানীয় জিনিসের বিক্রির প্রতি দৃষ্টি দেওয়া, ইজতিমাতে আসন্ন ইসলামি ভাইদের গাড়ী পারকিং এর ব্যবস্থা করা, জুতা রাখার জন্য বক্স বানিয়ে সুবিন্যস্তভাবে জুতা রাখা, প্রত্যেক স্টলের জায়গা নির্দিষ্ট করা এমনকি সম্ভব হলে ফিনাফ্লিক্স ব্যানার বোর্ড লাগানো ইত্যাদি এই  মজলীশের দায়িত্বের মধ্যে অর্ন্তভূক্ত। আল্লাহ পাক “মজলীশে সাপ্তাহিক ইজতিমা” কে আরো উন্নতি দান করুন।

 

 

আত্মীয়তার বন্ধনের মাদানী ফুল:

          প্রিয় ইসলামি ভাইয়েরা! বয়ানকে শেষের দিকে নিতে গিয়ে আসুন আত্মীয়তার বন্ধনের ব্যাপারে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে দু’টি ফরমানে মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লক্ষ্য করুন। (১) প্রত্যেক সুন্দর আচরন সদকা, ধনীর সাথে হোক বা গরীবের সাথে। (মাজমাউয যাওয়ায়েদ, ৩/৩৩১, সংখ্যা: ৪৭৫৪) (২) যে ব্যাক্তি বাবা মার সাথে সুন্দর আচরন করলো তাকে মোবারকবাদ যে, আল্লাহ পাক তার হায়াত বাড়িয়ে দিয়েছেন। (মুস্তদরক, ৫/২১৩, হাদিস: ৭৩৩৯) * আত্মীয়তার বন্ধন রক্ষা করা ওয়াজীব আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। (বাহারে শরীয়ত, ৩/৫৫৮) * আত্মীয়স্বজনদের সাথে ভালো আচরন এটার নাম নয় যে, সে ভালো আচরন করলে তখন তুমিও করবে, এটা তো প্রকৃত পক্ষে মুকাফা অর্থাৎ অদল বদল করা যে, সে তোমার কাছে জিনিস পাঠালে তবে তুমিও তার কাছে জিনিস পাঠাবে, সে তোমার কাছে আসলে তুমি তার কাছে চলে যাবে। প্রকৃতপক্ষে আত্মীয়তার বন্ধন হলো সে ছিন্ন করলে তুমি রক্ষা করবে, সে তোমার থেকে আলাদা হতে চায় আর তুমি তার সাথে আত্মীয়তার হকের গুরুত্ব দিবে। (রদ্দুল মোহতার, ৯/৬৭৮)