Qiyamat Ki Alamaat

Book Name:Qiyamat Ki Alamaat

এই দু’টি নিদর্শন সম্পর্কে আরো বিস্তারিতও বর্ণনা করা হবে। এই নিদর্শনাবলী ছাড়াও হাদীসে মুবারাকায় কিয়ামতের আরো নিদর্শনাবলীও বর্ণিত হয়েছে। “বাহারে শরীয়া” এ হাদীসে পাকের আলোকে কিয়ামতের অনেক নিদর্শনাবলী লিপিবদ্ধ হয়েছে, আসুন! তা থেকে কয়েকটি সম্পর্কে শুনি:

 

          * ইলম উঠিয়ে নেয়া হবে (অর্থাৎ ওলামা উঠিয়ে নেয়া হবে)। * যখন কোন আলিম থাকবে না তখন লোকেরা (বাধ্য হয়ে) জাহেলদের (অজ্ঞদের) নেতা (পথপ্রদর্শক) বানিয়ে নিবে। * অতঃপর তাদের কাছ থেকে দ্বীনি মাসআলা জিজ্ঞাসা করবে তখন তারা ইলম ব্যতীত ফতোয়া দিবে, তখন তারাও পথভ্রষ্ট হয়ে যাবে এবং অপরকেও পথভ্রষ্ট করে দিবে। (বুখারী, কিতাবুল ইলম, ১/৫৪, হাদীস ১০০) * মূর্খতার আধিক্য হবে। * অপকর্ম ও মদ্যপান ব্যাপক হবে। * পুরুষ কমে যাবে এবং নারী বেড়ে যাবে, এমনকি একজন পুরুষের তত্বাবধানে  পঞ্চাশজন (৫০) নারী থাকবে। (বুখারী, কিতাবুন নিকাহ, ৩/৪৭২, হাদীস ৫২৩১) * সম্পদের আধিক্য থাকবে। (মুসলিম, কিতাবুয যাকাত, ৩৯২ পৃষ্ঠা, হাদীস ২৩৩৯) * দ্বীনের উপর অটল থাকা এত কঠিন হয়ে যাবে, যেনো হাতের মুঠোয় আগুনের কয়লা নেয়া। (তিরমিযী, কিতাবুল ফিতন, ৪র্থ অধ্যায়, ৭৩/১১৫, হাদীস ২২৬৭) * সময়ের বরকত হবে না, এমনকি বছর মাসের ন্যায়, মাস সপ্তাহের ন্যায়, সপ্তাহ দিনের ন্যায় এবং দিন এমন হয়ে যাবে, যেমন কোন জিনিষে আগুন লাগলো এবং দ্রুত জ্বলে শেষ হয়ে গেলো। (তিরমিযী, কিতাবুল ফিতন, ৪/১৪৮, হাদীস ২৩৩৯) * যাকাত দেয়া (মানুষের মাঝে এমন কষ্টকর হবে যে, তা) ক্ষতিপূরণ মনে করবে। (তিরমিযী, কিতাবুল ফিতন, ৪/৮৯, হাদীস ২২১৭)
* ইলমে দ্বীন পড়বে কিন্তু দ্বীনের জন্য নয়। * পুরুষরা তাদের স্ত্রীর আনুগত্য করবে। * পিতামাতার অবাধ্যতা করবে। * বন্ধু বান্ধুবের সাথে মেলামেশা করবে এবং পিতা থেকে পৃথক হয়ে যাবে। * মসজিদে লোকেরা চিৎকার চেচামেচি করবে। * গানবাজনার আধিক্য হবে।
* পূর্ববর্তী লোকদের প্রতি লোকেরা অভিশাপ দিবে, তাদেরকে গালমন্দ করবে। (তিরমিযী, কিতাবুল ফিতন, ৪/৯০, হাদীস ২২১৮) * অপদস্ত লোক, যাদের শরীরে কাপড়, পায়ে জুতা নসীব হতো না, তারা বড় বড় প্রাসাদ বানিয়ে গর্ব করবে। (মুসলিম, কিতাবুল ঈমান, ৩৩ পৃষ্ঠা, হাদীস ৯৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এতক্ষণ আমরা কিয়ামতের নিদর্শনাবলী  সম্পর্কে শুনেছি, কিয়ামতের কিছু নিদর্শন এমনও যে, যা প্রকাশ হয়ে গেছে আর কিছু নিদর্শন এমন, যা প্রকাশ হওয়া বাকী আছে।

 

(১) চাঁদ ফেঁটে যাওয়া

          একটি নিদর্শন যা পূরণ হয়ে গেছে, তা কোরআনে পাকেও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যেমনটি

 

          পারা ২৭ সূরা কমরের ১ম আয়াতে ইরশাদ করেন:

اِقْتَرَبَتِ السَّاعَۃُ  وَ انْشَقَّ  الْقَمَرُ (۱)