Qiyamat Ki Alamaat

Book Name:Qiyamat Ki Alamaat

সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ২২ আগষ্ট ২০২৪ইং

() সুন্নাত আদব শিখা: মিনিট () দোয়া মুখস্ত করানো মিনিট, () যাচাই: মিনিট, সর্বমোট ১৫ মিনিট

 

আত্মীয়তার বন্ধনের অবশিষ্ট মাদানী:

          * আত্মীয়তার বন্ধন রক্ষার বিভিন্ন পদ্ধতি রয়েছে তাকে উপহার উপঢৌকন দেওয়া আর যদি তার কোন বিষয়ে তোমার সাহায্যের প্রয়োজন হয় তবে তাকে সাহায্য করা, তাকে সালাম দেওয়া, তার সাক্ষাতে যাওয়া, তার সাথে চলাফেরা করা, তার সাথে কথা বলা, তার সাথে নম্রভাবে আচরন করা। (কিতাবুদ দুরারুল হুক্কাম, ১/৩২৩) * আত্মীয়স্বজনদের সাথে বিরতি দেওয়ার মধ্যে দিয়ে সাক্ষাত করতে থাকুন অর্থাৎ একদিন গেলে তো তার পরের দিন যাবেন না, এই ধরনের করলে ভালোবাসা বৃদ্ধি পায়। এমনকি আত্মীয়স্বজনদের সাথে প্রতি জুমায় জুমায় সাক্ষাত করুন অথবা মাসে একবার। (কিতাবুদ দুরারুল হুক্কাম, ১/৩২৩) * হক ও জায়িজ বিষয়ে গোত্র ও পরিবারের লোকদের ঐক্যমত হওয়া উচিত অর্থাৎ যদি নিকট আত্মীয় হকের উপর থাকে তবে অন্যান্যদের সাথে সাক্ষাত এবং হক প্রকাশের ক্ষেত্রে সকলে সম্মিলিতভাবে কাজ করবে। (কিতাবুদ দুরারুল হুক্কাম, ১/৩২৩) * নিকট আত্মীয় অভাবের কথা জানালে তবে সেটা প্রত্যাক্ষান করে দেওয়াটা গোনাহ, যখন নিজের নিকট আত্মীয় কোন অভাবের কথা জানায় তবে তার অভাব পূরন করুন, আর সেটা না করা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। (কিতাবুদ দুরারুল হুক্কাম, ১/৩২৩) আত্নয়তার বন্ধনের ব্যাপারে আরো অধিক জানার জন্য শায়খে ত্বরীকত আমিরে আহলে সুন্নাত এর পুস্তিকা “তৎক্ষনাৎ ফুফীর সাথে মিমাংসা করে নিলো” অধ্যয়ন করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কিয়ামতের অপদস্ততা থেকে মুক্তির দোয়া:

          দাওয়াতে ইসলামির সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুসারে “কিয়ামতের অপদস্তা থেকে মুক্তির দোয়া” মুখস্ত করানো হয়, আর দোয়াটি হলো এই: 

اَللّٰهُمَّ لَا تُخْزِنیِ یَوْمَ الْبَاْسِ وَلَا تُخْزِنیِ یَوْمَ الْقِیَامَۃِ

          অর্থাৎ: হে আল্লাহ পাক ! আমাকে যুদ্ধের দিন অপদস্ত করো না আর আমাকে কিয়ামতের দিন অপদস্ত করোনা। (ফজাইলে দোয়া, পৃ: ২৯০)

(মুজামুল কাবীর লিত তাবরানি, হাদিস: ২৪৫৯)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

 

 

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের  জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।

(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)

          আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যতকরে নিই।