Book Name:Fikr e Akhirat

স্বীকারোক্তির পরিপূর্ণ বিপরীত () বলে: অবশেষে আমাকে মরতে হবে কিন্তু কাজকর্ম এমনভাবে করে, যেনো তাকে কখনোই মরতে হবে না (মুকাশিফাতুল কুলুব, ৪৫ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্তমানে আসলেই আমাদের অবস্থা এরূপ হয়ে যাচ্ছে যে, আমরা দুনিয়া উপার্জনের জন্য তো অনেক চেষ্টা করি, কিন্তু আখিরাতের প্রতি উদাসিন থাকি, দিনরাত সম্পদশালী হওয়ার সোনালী স্বপ্ন তো দেখি, উন্নত গাড়িতে ঘুরা, নতুন নতুন ফ্যাশন করি কিন্তু আমরা এটা ভুলে যাই যে, একদিন আমাদের মরতেও হবে এবং এই হাস্যোজ্জল দুনিয়াকে ছেড়ে খালি হাতে এখান থেকে যেতে হবে আমাদের মধ্যে কারো জানা নেই যে, আমাদের মৃত্যু কখন আসবে? এই রাত আমাদের জীবনের শেষ রাত নয়তো? আমাদের নিকট তো এর গ্যারান্টি নেই যে, একটির পর আরেকটি নিশ্বাস নিতে পারবো কিনা? সম্ভবত যে নিশ্বাস আমরা নিচ্ছি, তা শেষ নিশ্বাস, আরেকটি নিশ্বাস নেয়ার সুযোগই আসবে না প্রতিদিন আমরা এই সংবাদটা শুনি যে, অমুক ব্যক্তি একেবারে সুস্থ সবল ছিলো, তার তেমন কোন রোগও ছিলো না কিন্তু হঠাৎ হার্টফেল হলো এবং দেখতে দেখতেই হঠাৎ মৃত্যুর শিকার হয়ে অন্ধকার কবরে চলে গেলো আসুন! নিজেকে উদাসিনতা থেকে জাগ্রত করার জন্য দুটি শিক্ষনীয় ঘটনা শ্রবণ করি এবং গুনাহ থেকে তাওবা করে আখিরাতের প্রস্তুতিতে লিপ্ত হয়ে যাই

(১) বন্যায় ডুবে গেলো

    বর্ণিত আছে: এক ব্যক্তি বন্যা (Flood) কবলিত স্থানে ঘর বানিয়ে রাখলো। যখন তাকে বলা হলো যে, এটা খুবই বিপদজনক স্থান, এখান থেকে সরে যাও। তখন সে বললো: