Book Name:Fikr e Akhirat

বিভিন্ন গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে নিজের দুনিয়া আখিরাতকে বরবাদ করে দেয়

    اَللّٰھُمَّ اَجِرْنِیْ مِنَ النَّار হে আল্লাহ আমাকে (দোযখের) আগুণ থেকে মুক্তি দান করুন! یَامُجِیْرُ یَامُجِیْرُ یَامُجِیْرُ হে মুক্তিদানকারী, হে মুক্তিদানকারী, হে মুক্তিদানকারী, بِرَحْمَتِکَ یَآ اَرْحَمَ الرّٰحِمِیْنَ তোমার রহমতের খাতিরে আমাদের উপর দয়া করো, হে সবচেয়ে বড় দয়াকারী!

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

যুগের ইমাম, সাধারণ পোশাকে!

    বর্ণিত আছে: হযরত ইমাম মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার মক্কা শরীফে গিয়েছিলেন তিনি বাহ্যিক শান শওকতের প্রতি উদাসিন ছিলেন, তিনি খুবই সাধারণ এবং নগন্য পোশাক পরিধান করেছিলেন হযরত আব্দুর রহমান তুসী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরয করলেন: আপনার নিকট এটা ছাড়া কি অন্য কোন পোশাক নেই আপনি যুগের ইমাম এবং জাতির পথপ্রদর্শক, হাজারো লোক আপনার মুরিদ হযরত ইমাম গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উত্তর দিলেন: এরূপ ব্যক্তির পোশাক কেন দেখছেন, যে দুনিয়ায় একজন মুসাফিরের ন্যায় থাকে এবং যে এই বিশ্ব ভ্রম্মান্ডের রঙ তামাশাকে অস্থায়ী এবং সাময়িক মনে করে যেখানে বিশ্ব ভ্রম্মান্ডের আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই দুনিয়ায় মুসাফিরের ন্যায় ছিলেন এবং কোন সম্পদ জমা করেননি তো সেখানে আমি আর কি (ইহইয়ায়ে উলুম, /১৯)

    তো হে আশিকানে রাসূল! এসকল গুণাবলী আপনারা আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত আশিকানে রাসূলের মাঝে ঝলমল করতে দেখবেন, সুতরাং আপনিও দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান 

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد