Fikr e Akhirat

Book Name:Fikr e Akhirat

یٰۤاَیُّہَا  الَّذِیۡنَ  اٰمَنُوۡا  لَا تُلۡہِکُمۡ اَمۡوَالُکُمۡ  وَ لَاۤ  اَوۡلَادُکُمۡ عَنۡ ذِکۡرِ اللّٰہِ ۚ وَ مَنۡ یَّفۡعَلۡ  ذٰلِکَ  فَاُولٰٓئِکَ ہُمُ الۡخٰسِرُوۡنَ (۹)

(পারা ২৮, সূরা মুনাফিকুন, আয়াত )

কানযুল ঈমান থেকে অনুবাদ: হে ঈমানদারগণ! তোমাদের ধন-সম্পদ, না তোমাদের সন্তান-সন্ততি কোন কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসিন না করে; এবং যে কেউ তেমন করে, তবে সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে

    বর্ণনাকৃত আয়াতে মুবারাকায় ঈমানদারদেরকে উপদেশ প্রদান করা হচ্ছে যে, হে ঈমানদারগণ! মুনাফিকদের ন্যায় যেনো তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদেরকে আল্লাহ পাকের যিকির থেকে উদাসিন করে না দেয় এবং যে এরূপ করবে যে, দুনিয়ায় লিপ্ত হয়ে দ্বীনকে ভুলে যাবে, সম্পদের ভালবাসায় নিজের অবস্থার প্রতি ভ্রুক্ষেপ করবে না এবং সন্তানের খুশির জন্য আখিরাতের প্রশান্তির প্রতি উদাসিন থাকবে তবে এরূপ লোকই ক্ষতির সম্মুখীন, কেননা সে একদিন ধ্বংস হয়ে যাওয়া দুনিয়ার জন্য আখিরাতের স্থায়ী ঘরের নিয়ামতের প্রতি ভ্রুক্ষেপ করলো না (তাফসিরে খাযিন, আল মুনাফিকুন, ৯নং আয়াতের পাদটিকা মাদারিক, আল মুনাফিকুন, ৯নং আয়াতের পাদটিকা)

    আফসোস! শত কোটি আফসোস! বর্তমানে মুসলমানদের আমলের অবস্থা খুবই খারাপ হতে চলেছে। সম্পদ অর্জনের জন্য লোক বিভিন্ন দেশে তো যায় কিন্তু কয়েক কদম দূরের মসজিদে যেতে অপারগতা প্রকাশ করে, নিজের বাড়ি সজ্জিত (Decoration) করার জন্য তো পানির ন্যায় টাকা খরচ করে কিন্তু আল্লাহর পথে ব্যয় করা থেকে পালিয়ে বেড়ায়, এমনকি অনেকে ফরয হওয়ার পরও যাকাত আদায় করে না, সম্পদ বৃদ্ধির জন্য বিভিন্ন পন্থা তো অবলম্বন করা হয় কিন্তু নেকী বৃদ্ধির ব্যাপারে অলসতা প্রদর্শন করে। মনে রাখবেন! এখনো সময় আছে উদাসিনতা থেকে জাগ্রত হয়ে দ্রুত তাওবা করে নিন, এমন যেনো না হয়