Book Name:Fikr e Akhirat

আমি জানি, এই স্থানটি বিপদজনক কিন্তু এর সৌন্দর্য আমাকে আশ্চর্য করেছে তাকে বলা হলো: সকল উজ্জলতা এবং সৌন্দর্য জীবনের সাথেই সম্পর্কিত, সুতরাং নিজের প্রাণের নিরাপত্তা বিধান করো, নিজেকে বিপদে নিক্ষেপ করো না সে বললো: আমি এই স্থান কখনোই ছাড়বো না অতঃপর এক রাতে ঘুমন্ত অবস্থায় বন্যা এলো, আর এভাবেই বন্যার পানিতে ডুবে মৃত্যুর ঘাট অতিক্রম করে নিলো (উয়ুনুল হিকায়াত, ৪৪৬ পৃষ্ঠা)

(২) বিবাহের আশা মাটিতে মিশে গেলো

    ফয়সালাবাদের মেডিক্যাল কলেজের একজন মেধাবী ছাত্র তার বন্ধুর সাথে পিকনিকে গেলো পিকনিক পয়েন্টে পৌঁছে তার বন্ধু নদীতে সাঁতার কাটতে নেমে গেলো কিন্তু (সে নদীতে) ডুবে যেতে লাগলো ভবিষ্যতের ডাক্তার তাকে বাঁচানোর জন্য আবেগাপ্লুত হয়ে পানিতে লাফ দিলো কিন্তু সে সাঁতার জানতো না, সুতরাং নিজেও ফেঁসে গেলো ভাগ্যের কথা যে, তার বন্ধু কোনভাবে আসতে সফল হলো কিন্তু আফসোস! ভবিষ্যতের ডাক্তার বেচারা ডুবে গেলো এবং মৃত্যুর ঘাট পার হয়ে গেল চারিদিকে হৈ চৈ পড়ে গেলো, মা-বাবার বার্ধক্যের শেষ সম্বল পানির তরঙ্গের মাঝে বিলিন হয়ে গেলো, মাতা-পিতার সোনালী স্বপ্ন বাস্তবায়ন হলো না আর বেচারা মেধাবী শিক্ষার্থী (Student) M.B.B.S এর ফাইনাল পরীক্ষার ফল হাতে আসার পূর্বেই কবরের পরীক্ষার সম্মুখীন হয়ে গেলো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! উদাসিনতার ঘুম থেকে জাগ্রত হয়ে যান, আখিরাতের ভাবনা সৃষ্টি করুন এবং মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিন। যদি আমরা আখিরাতের ভাবনার প্রতি উদাসিন থেকে এভাবে দুনিয়ার উজ্জলতায় মত্ত থাকি এবং হঠাৎ কোন