Book Name:Fikr e Akhirat

রয়েছে, যার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে, এই উদ্দেশ্যের নির্দেশনা দিতে গিয়ে ২৭তম পারার সূরা যারিয়াতের ৫৬নং আয়াতে ইরশাদ হচ্ছে:

وَ مَا خَلَقۡتُ الۡجِنَّ وَ الۡاِنۡسَ اِلَّا لِیَعۡبُدُوۡنِ (۵۶)

(পারা ২৭, সূরা যারিয়াত, আয়াত ৫৬)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আমি জ্বিন মানবকে এই জন্যই সৃষ্টি করেছি যে, আমার ইবাদত করবে

    বর্ণনাকৃত আয়াত দ্বারা জানা গেলো! মানুষ এবং জ্বিনকে অনর্থক সৃষ্টি করা হয়নি বরং তাদের সৃষ্টির আসল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত করা

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দুনিয়ার পরীক্ষা এবং আখিরাতের পরীক্ষা

    হে আশিকানে রাসূল! এতে কোন সন্দেহ নেই যে, দুনিয়া আখিরাতের শষ্যক্ষেত্র, দুনিয়ায় কৃত প্রতিটি আমল আখিরাতের জন্য অনেক গুরুত্ব বহন করে, আখিরাতকে সজ্জিত করতে অনেক প্রয়োজন যে, উত্তম আমল করা। নিজের আসল উদ্দেশ্য অর্থাৎ আল্লাহর ইবাদতের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে তবেই আখিরাতকে সজ্জিত করা খুবই সহজ হয়ে যাবে। একটু ভাবুন! মাদরাসা, জামেয়া এবং স্কুল ও কলেজের যখন পরীক্ষা হয় তখন দেখা যায় যে শিক্ষার্থী (Students) পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য অনেক চেষ্টা করে থাকে, খাওয়ার কথা মনে থাকে না, পান করার হুঁশ থাকে না, এরূপ প্রতিটি প্রশ্ন যা আসার সামান্য সম্ভাবনাও থাকে, তা বিশেষ ভাবে শিখা হয়, তাদের ব্যাস একটাই ধ্যান থাকে যে, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, কেননা তারা জানে যে, সন্তান পরীক্ষায় পাশ হলেই তো ভবিষ্যতে গিয়ে সফল মানুষ হবে, বংশে তার এবং আমাদের নাম উঁচু হবে, অনেক টাকাপয়সা উপার্জন করবে, ভবিষ্যত সজ্জিত হয়ে যাবে, একটু