Book Name:Fikr e Akhirat

যে, মৃত্যু হঠাৎ আলোতে ঝলমল করা কক্ষের নরম বিছানা থেকে উঠিয়ে কীট পতঙ্গে ভরা অন্ধকার কবরে শুয়ায়ে দিলো আর চিৎকার করতে থাকবেন যে, হে মালিক! আমাকে আবারো দুনিয়ায় পাঠিয়ে দাও, সেখানে গিয়ে তোমার ইবাদত করবো, নিজের সমস্ত সম্পদ তোমার পথে বিলিয়ে দিবো, পাঁচ ওয়াক্ত নামায জামাআত সহকারে মসজিদের প্রথম সারিতে প্রথম তাকবীরের সাথে আদায় করবো ইত্যাদি কিন্তু তখন এই চিৎকার চেঁচামেচিতে কোন উপকার হবে না সুতরাং সতর্কতা এতেই যে, নিজের জীবনকে শরীয়ত অনুযায়ী অতিবাহিত করুন, প্রতিটি ছোট বড় গুনাহ থেকেও বেঁচে থাকুন এবং অপরকেও বাঁচাতে থাকুন, নিজেও নেকী করুন এবং অপরকেও নেকীর উৎসাহ প্রদান করতে থাকুন, আখিরাতের প্রেরণা বৃদ্ধির জন্য আশিকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যেলী হালকার ১২টি মাদানী কাজে অংশগ্রহণ করতে থাকুন এবং নিজের এলাকায় এই মাদানী কাজের সাড়া জাগাতে থাকুন

বুদ্ধিমান কে ....?

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নিশ্চয় বুদ্ধিমান সেই, যে মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নেয়, সৌভাগ্যবান সেই, যে আখিরাতের সফরের মুসাফির হওয়ার পূর্বেই সেখানে কাজে আসার প্রয়োজনীয় সরঞ্জামাদি নিজের সাথে নিয়ে নেয়। মনে রাখবেন! দুনিয়াবী জীবন খুবই সংক্ষিপ্ত।
* আমাদের প্রতিটি নিশ্বাস আমাদেরকে মৃত্যুর নিকটবর্তী করছে, * আমাদের প্রতিটি নিশ্বাস আমাদের দুনিয়াবী জীবনের সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছে, * আমাদের প্রতিটি নিশ্বাস আমাদেরকে কবরের গর্তের নিকটবর্তী করছে, * আমাদের প্রতিটি নিশ্বাস