Book Name:Fikr e Akhirat

বয়ান শুনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নিঃসন্দেহে দুনিয়া হলো আমলের স্থান এবং আখিরাত হলো প্রতিদানের দিন, এখানে যারা যেমন আমল করবে আখিরাতে তেমনই প্রতিদান সে পাবে, নিঃসন্দেহে সৌভাগ্যবান তারাই, যারা দুনিয়ায় অবস্থান করে আখিরাতের প্রস্তুতিতে লিপ্ত থাকে এবং আখিরাতের জন্য নেক আমলের উপহার নিয়ে যায় আসুন! আজকের সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় আমরা আখিরাতের ভাবনা সম্পর্কে উপদেশ এবং শিক্ষামূলক ঘটনাবলী, বুযুর্গানে দ্বীনের رَحِمَہُمُ اللهُ الْمُبِيْن ভাবনাকে জাগ্রতকারী বাণীসমূহ শ্রবণ করি আসুন! প্রথমেই একটি ঈমানোদ্দীপক ঘটনা শ্রবন করি

আখিরাতের ভাবনায় কেউ কান্না করে না

    মাকতাবাতুল মদীনার কিতাব উয়ুনুল হিকায়াত” প্রথম খন্ডের ১৩৭ নং পৃষ্ঠায় বর্ণিত রয়েছে: হযরত ইয়াযীদ বিন ছালত