Book Name:Faizan e Rabi ul Awwal
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো।
(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ০৫ সেপ্টেম্বর ২০২৪ইং
(১) সুন্নাত ও আদব শিখা: ৫ মিনিট (২) দোয়া মুখস্ত করানো ৫ মিনিট, (৩) যাচাই: ৫ মিনিট, সর্বমোট ১৫ মিনিট
নামাযের জামাআত পাওয়ার অবশিষ্ট পয়েন্ট
(৫) এভাবে অতিক্রম না হলে কিয়ামিল লাইল (অর্থাৎ রাতের ইবাদত) কমিয়ে দিন। ইশার নামাযের পর হালকা ও পূর্ণ দুই রাকাত নামায রাতের যে কোনো সময় পড়া যদিও অর্ধ রাতের পূর্বে তাহাজ্জুদ আদায় করার জন্য যথেষ্ট (অর্থাৎ এতেও তাহাজ্জুদ নামায আদায় হয়ে যাবে)। উদাহরণ স্বরূপ নয়টায় ইশার নামায আদায় করে ঘুমিয়ে পড়লো অতঃপর দশটার সময় উঠে দুই রাকাত নামায আদায় করলো তাহলে তাহাজ্জুদ হয়ে গেল। (৬) ঘুমানোর সময় আল্লাহ পাকের কাছে জামায়াতের দোয়া ও তার উপর ভরসা রাখা কারণ আল্লাহ পাক যখন আপনার সৎ উদ্দেশ্য এবং আপনার জামাআত লাভের সত্য আগ্রহ দেখবেন তখন অবশ্যই তিনি আপনাকে সাহায্য করবেন।
(وَ مَنْ یَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ)
কানযুল ঈমানের অনুবাদ: আর যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট। (পারা:২৮, তালাক, ৩)
(৭) নিজ পরিবারবর্গ ইত্যাদি যে কোন বিশ্বস্ত ব্যক্তিকে নির্ধারণ করে নিন যে, জামাআতের পূর্বে যেন জাগিয়ে দেয়। এই সাতটি পরিকল্পনার পর যে কোনো সময় ঘুমান اِنْ شَآءَ اللّٰہ, জামাআত ত্যাগ হওয়া থেকে নিরাপদ থাকবেন এবং যদি কোনো দিন চোখ না খোলে এবং জাগ্রতকারী ব্যক্তি ভুলে যায় বা ঘুমিয়ে যায় (যেমন হযরত সায়্যিদুনা বিলাল رَضِیَ اللّٰہُ عَنْہُ 'র সাথে ঘটেছিল) তাহলে এটি আকস্মিক অপারগতা বলে গণ্য হবে। (অর্থাৎ এই সতর্কতার পর যদি ভুলবশত চোখ না খুলে এবং নামায কাযা হয়ে যায়, তাহলে সে গুনাহগার হবে না) এবং আশা করা যায় যে, সদিচ্ছা এবং ভালো উদ্দেশ্যের কারণে জামাআতের সাওয়াব পাবে। (ফাতাওয়ায়ে রযবীয়্যা, ৭/৮৮ - ৯১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد