Faizan e Rabi ul Awwal

Book Name:Faizan e Rabi ul Awwal

          এমনিতে তো আমাদের সারা বছরই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর  কল্যাণময় আলোচনা করা এবং নিজের কাজকর্ম আচার আচরণের মাধ্যমে তাঁর ভালবাসাকে বহিঃপ্রকাশ করা উচিৎ, কিন্তু বিশেষ করে তা রবিউল আউয়ালের পবিত্র দিনগুলোতে আরো বৃদ্ধি পাওয়া উচিতএই স্মরণের একটি অনন্য মাধ্যম হলো নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি দরূদ শরীফ পাঠ করাকেননা দরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফযীলত বরকত রয়েছে

 

দরূদ শরীফের বরকত

          দরূদে পাকের বরকতে অন্তরের পরিছন্নতা এবং রিযিকে বরকত হয়ে থাকে পুলসিরাতে সহজতা নসীব হবেপ্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাফায়াত নসীব হবেসুতরাং আমাদের উচিৎ যে, এই বরকতময় মাসে অধিকহারে দরূদ শরীফ পাঠ করা

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

অধিকহারে নফল নামায আদায় করুন

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা রবিউল আউয়াল মাসের নেক আমল সম্পর্কে শুনছিলামরবিউল আউয়ালে আল্লাহ পাক এবং তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নৈকট্য লাভকারী আমল করুনএর একটি অনন্য মাধ্যম হলো  অধিকহারে নফল নামায পড়াতাই আমাদের বুযুর্গানে দ্বীনরাও رَحِمَہُمُ اللهُ المُبِيْن ফরয ওয়াজিবের পাশাপাশি অধিকহারে নফল ইবাদত করতেন

 

মাদানী মুযাকারা ও জুলুসে মিলাদ

          হে আশিকানে মিলাদ! রবিউল আউয়াল মাসে অন্যান্য নেক আমলের পাশাপাশি * সাপ্তাহিক মাদানী মুযাকারা ছাড়াও রবিউল আউয়ালের প্রথম তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত মাদানী চ্যানেলে হওয়া প্রতিদিনের মাদানী মুযাকারা এবং এর পূর্বে জুলুসে মিলাদ হয়ে থাকে, তা দেখা শুনার অবশ্যই চেষ্টা করবেন * নিজের ঘরে বিশেষ করে এই মুবারক দিনগুলোতেমাদানী চ্যানেলচালানোর বিশেষ ব্যবস্থা করুন, যাতে পরিবারের সবাই মিলাদের ফয়েয দ্বারা সমৃদ্ধ হয়ে যায় * রবিউল আউয়ালের খুশি মাদানী চ্যানেলের সাথে উদযাপন করুন * মাদানী মুযাকারা দেখা শুনার মাধ্যমে বন্টন করা ইলমে দ্বীন অর্জন করুন* মাদানী চ্যানেলে দেখানো জুলুসে মিলাদে মারহাবা ইয়া মুস্তফার স্লোগান লাগিয়ে মাদানী পতাকা উড়ান, জুলুসে মিলাদের বরকত অর্জন করুন * রবিউল আউয়ালের প্রথম ১২ দিনে বিশেষ করে প্রতিদিন নাত মাহফিলের আয়োজন করুন * রবিউল আউয়ালে প্রত্যেক আশিকে রাসূলের ঘরে সাধারণত জামেয়াতুল মদীনা (বালক বালিকা) এর শিক্ষার্থী এবং মাদরাসাতুল মদীনা (বালক বালিকা) এর শিশুদের ঘরে বিশেষভাবে লাইটিংয়ের ব্যবস্থা করা উচিৎ * যখনই মাদানী মুযাকারা দেখবে শুনবে তখন প্রশ্নোত্তর লিখার ব্যবস্থা করুন এতেও ইলমে দ্বীন বৃদ্ধি পাবে

 

১২টি মাদানী কাজের মধ্যে একটি হলোমাদানী মুযাকারা

          আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ! বর্তমানযুগের ইলমী রূহানী ব্যক্তিত্ব বরং ওলীয়ে কামিল, তিনি প্রতি শনিবার ইশার নামাযের