Book Name:Faizan e Rabi ul Awwal
পর মাদানী মুযাকারা করেন, অর্থাৎ সারা বিশ্বের আশিকানে রাসূল তাফসীর, হাদীস, শরীয়ত, ত্বরিকত ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, আমীরে আহলে সুন্নাত তাদের উত্তর প্রদান করেন। এই মাদানী মুযাকারা মাদানী চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
* মাদানী মুযাকারা আকীদা ও আমল সংশোধনের একটি উত্তম মাধ্যম * اَلْحَمْدُ لِلّٰه এখন পর্যন্ত অসংখ্য কাফের মাদানী মুযাকারা দেখে কালেমা পড়েছে। * লক্ষ লক্ষ বে নামাযী নামাযী হয়ে গিয়েছে * অসংখ্য অন্তরের সংশোধন হয়েছে।
আপনিও মাদানী মুযাকারায় অংশ গ্রহণ করুন! اِنْ شَآءَ اللهُ الْکَرِیْم ইলমে দ্বীন অর্জন হবে * আল্লাহ পাকের ভালোবাসা অর্জিত হবে * ইশকে রাসূল বৃদ্ধি পাবে * গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে * নেকীর চেতনা নসীব হবে * চরিত্র ও নৈতিকতায় উন্নতি সাধন হবে। প্রতি শনিবার ইশার নামাযের পর নিয়মিত মাদানী মুযাকারা দেখার নিয়্যত করে নিন! চাইলে নিজ পরিবারের সদস্যদের সাথে মাদানী চ্যানেলে মাদানী মুযাকারায় অংশ গ্রহণ করুন! অমুক স্থানে (যেমন অমুকের বাড়িতে) মাদানী মুযাকারা দেখার ব্যবস্থা করুন, ভালো হবে যে, সেখানে চলে যান। اِنْ شَآءَ اللهُ الْکَرِیْم অটলতা নসীব হবে।
শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শুভাগমণের রাতে আনন্দ উদযাপনকারীদের প্রতিদান এই যে, আল্লাহ পাক তাঁর দয়া ও অনুগ্রহে তাদেরকে “জান্নাতুন নাঈম” এ প্রবেশ করাবেন। মুসলমানগণ সর্বদা মিলাদ মাহফিল উদযাপন করে আসছে, বিলাদতের খুশিতে মানুষকে দাওয়াত দেয়া, খাবারের আয়োজন করে এবং অধিক পরিমাণে দান খয়রাত করে আসছে। ব্যাপক আনন্দ প্রকাশ করে এবং মন প্রাণ থেকে খরচ করে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ‘র সৌভাগ্য পূর্ণ শুভাগমন উপলক্ষ্যে যিকির মাহফিলের ব্যবস্থা করে এবং এসকল নেক ও ভালো কাজের বরকতে তাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। (মা-ছাবাতা বিস্সুন্নাহ্, ১৫৫ পৃষ্ঠা)
সুতরাং আমাদেরও উচিৎ যে, শরীয়তের গন্ডির মধ্যে থেকে বিশেষ ভাবে আনন্দচিত্তে এই মুবারক মাসকে নেকীতে অতিবাহিত করা, এই মাসে ইজতিমায়ে মিলাদের ব্যবস্থা করা, হাতে মাদানী পতাকা উড়ানো, জুলুসে মিলাদে যাওয়া, এইদিনে অধিকহারে দান সদকা করার অভ্যাস গড়া, اِنْ شَآءَ الله এর অশেষ বরকত নসীব হবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ জশনে মিলাদ উদযাপনকারী আশিকানে মিলাদকে তাঁর মাকতুব (চিঠি) তে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদান করেছেন। আসুন! কয়েকটি পয়েন্ট আমরাও শুনি:
আত্তারের চিঠির পয়েন্ট