Book Name:Qayamat Ke Din Ke Gawah
যেন আমাদেরকে বিনা হিসাবে আপন রহমতে তার প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুপারিশের মাধ্যমে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নেক আমল নম্বর ৯ ও ১০ এর প্রতি উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখন আমরা শ্রবণ করলাম যে কিয়ামতের দিন আমাদের অঙ্গসমূহ আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। নিজের অঙ্গসমূহকে কিয়ামতের দিন নিজের পক্ষে সাক্ষী বানানোর জন্য দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশর সাথে সম্পৃক্ত থাকুন এবং সাব ইউনিটের ১২ দ্বীনি কাজে অগ্রসর হয়ে অংশগ্রহণ করুন। “নেক আমল” পুস্তিকার উপর আমল ও মাদানী কাফেলায় সফর করুন। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত “৭২টি নেক আমল” এর মধ্যে হতে ৯ ও ১০ নম্বর নেক আমলে আছে যে “আপনি কি আজ চোখের বিভিন্ন গুনাহ (অর্থাৎ কুদৃষ্টি, সিনেমা, নাটক, মোবাইলে খারাপ ছবি ও ভিডিও, গায়র-মাহরাম মহিলা এবং চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো বোনদের দেখা) থেকে বাঁচার চেষ্টা করেছেন?” এবং আপনি কি আজ কানের বিভিন্ন গুনাহ (অর্থাৎ গীবত, গান বাজনা, খারাপ ও অশ্লীল কথা, মোবাইলের মিউজিক্যাল টোন, কলার টোন ইত্যাদি শোনা) থেকে বাঁচার চেষ্টা করেছেন? এটা এমন নেক আমল যদি আমরা এর উপর আমলকারী হয়ে যাই, তাহলে আমরা আমাদের অঙ্গসমূহকে অনেক গুনাহ থেকে বাঁচাতে সফল হবো। আল্লাহ পাক আমাদের নেক আমলের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন সদাচরণ সংক্রান্ত মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে দুটি নববী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ করেন: প্রত্যেক সদাচরণ হলো সদকা, তা ধনীর সাথে হোক বা দরিদ্রের সাথে। (মাজমাউয যাওয়াইদ, ৩/৩৩১, হাদীস: ৪৭৫৪) (২) ইরশাদ করেন: যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনের উপর ঈমান রাখে, সে যেন সদাচরণ করে। (বুখারী, ৪/১৩৬, হাদীস: ৬১৩৮) * কুরআন ও হাদীসে সাধারণভাবে আত্মীয়-স্বজন ও নিকটাত্মীয়দের (অর্থাৎ নিকটাত্মীয়দের) সাথে উত্তম আচরণ করার নির্দেশ দেয়া হয়েছে। (রদ্দুল মুহতার, ৯/৬৭৮) * সদাচরণ করার ক্ষেত্রে পিতা-মাতার মর্যাদা সর্বাগ্রে। (রদ্দুল মুহতার, ৯/৬৭৮) * সদাচরণের অনেকগুলো দিক রয়েছে, উপঢৌকন ও উপহার দেয়া এবং কোনো কাজে সাহায্যের প্রয়োজন হলে সে কাজে তাদের সাহায্য করা, তাদের সালাম দেয়া, তাদের সাথে সাক্ষাৎ করতে যাওয়া, তাদের সাথে ওঠাবসা করা, তাদের সাথে কথা বলা, তাদের সাথে আনন্দ ও দয়া সূলভ আচরণ করা। (দুরার, ১/৩২৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد