Book Name:Qayamat Ke Din Ke Gawah
সান্ত্বনা দেওয়া যায় কিন্তু হায়! কিয়ামতের দিন যখন আল্লাহ পাকের সামনে উপস্থিত হবো, গুনাহে লেপ্টে থাকবো, কালো আমল নামা হাতে ধরিয়ে দেওয়া হবে, সেই সময় অস্বীকার করার কোনো উপায় থাকবে না। আমাদের অঙ্গসমূহ- আমাদের হাত, পা, মুখ, চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এমন অবস্থায় নাজাত পাওয়া সীমাহীন কঠিন হয়ে যাবে। নিঃসন্দেহে, ঈর্ষণীয় হবে সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক আপন রহমতে জান্নাতে প্রবেশ করাবে।
নাজাতপ্রাপ্ত ব্যক্তি ঈর্ষাযোগ্য
ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আশ্চার্য্যের বিষয় এ নয় যে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি কীভাবে ধ্বংস হলো? বরং আশ্চার্য্যের বিষয় হলো এই যে নাজাতপ্রাপ্ত ব্যক্তি কীভাবে নাজাত পেলো? (আদাবে হাসান বসরী লি ইবনে জওযী, ২৪ পৃষ্ঠা) অর্থাৎ কিয়ামতের দিন হিসাব নিকাশের ব্যাপারটি এমন কঠিন ও কষ্টকর তাতে অকৃতকার্য হয়ে জাহান্নামের হকদার হয়ে যাওয়া অনেক সহজ বিষয় কিন্তু নাজাত পেয়ে জান্নাতের হকদার হওয়া অত্যন্ত কঠিন।তাই এতে আশ্চার্য্য হওয়ার কিছুই নেই যে- জাহান্নামী ব্যক্তি কীভাবে জাহান্নামে গেলো, বরং আশ্চার্য্যের বিষয় হলো যে হিসাব নিকাশ থেকে নাজাতপ্রাপ্ত ব্যক্তি কীভাবে নাজাত পেলো?
হে আশিকানে রাসূল! আমরা দুনিয়াতে তো এসে গেছি কিন্তু এখন নাজাত কীভাবে পাবো? এক একটি আমলের হিসাব কীভাবে দেবো? আমলনামা হাতে ধরিয়ে দেয়া হবে। আমাদের প্রতিটি ছোট, প্রতিটি বড় আমল আমলনামাতে লিপিবদ্ধ থাকবে আর অপরাধী চিৎকার করবে:
یٰلَیْتَنِیْ لَمْ اُوْتَ کِتٰبِیَہْ (ۚ۲۵) وَ لَمْ اَدْرِ مَا حِسَابِیَہْ (ۚ۲۶) یٰلَیْتَہَا کَانَتِ الْقَاضِیَۃَ (ۚ۲۷) مَاۤ اَغْنٰی عَنِّیْ مَالِیَہْ (ۚ۲۸) ہَلَکَ عَنِّیْ سُلْطٰنِیَہْ (ۚ۲۹)
(পারা ২৯, সূরা হাক্কা, আয়াত ২৫-২৯) কানযুল ঈমান থেকে অনুবাদ: হায়, কোন মতে আমাকে আমার আমলনামা না দেওয়া হতো! এবং আমি কি জানতাম যে, আমার হিসাব কি! হায়, কোন মতে মৃত্যুই কিস্সার সমাপ্তি হতো! আমার কোন কাজে আসলো না আমার ধন-সম্পদ। আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে।
হে আশিকানে রাসূল! চিন্তা করুন! সেই সময় আমরা কীভাবে হিসাব দেবো? কিন্তু আফসোস! আমরা ভয় করি না, অলসতা করি, উদাসীনতায় ডুবে থাকি, ধ্বন-সম্পদের লোভ, পার্থিব ক্ষমতার আকাঙ্ক্ষা ও নফস শয়তান দ্বারা প্ররোচিত হয়ে আখিরাতকে ভুলে যাই আর গুনাহে পড়ে যাই বরং মন্দকাজে অটল থাকি, তাওবা থেকে দূরে থাকি। মানুষকে লজ্জা করি ঠিক কিন্তু আল্লাহ পাককে লজ্জা করি না- রাতের অন্ধকারে, বদ্ধ রুমে, গোপনে গুনাহ করি। কিন্তু মনে