Qayamat Ke Din Ke Gawah

Book Name:Qayamat Ke Din Ke Gawah

সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ০২ জানুয়ারী ২০২৫ইং

() সুন্নাত আদব শিখা: মিনিট () দোয়া মুখস্ত করানো মিনিট, () যাচাই: মিনিট, সর্বমোট ১৫ মিনিট

 

 

 

সদাচরণের অবশিষ্ট মাদানী ফুল

* ইমাম আযম বলেন: মনে রেখ, যদি তুমি মানুষের সাথে সদাচরণ না কর তাহলে তারা তোমার শত্রু হয়ে যাবে যদিও তারা তোমার পিতামাতাই হোক না কেন। (ইমামে আযমের উপদেশ, পৃষ্ঠা ২৫) * ইমামে আযম বলেন: যখন তোমরা মানুষের সাথে সদাচরণ করবে তখন তারা তোমার পিতা-মাতার ন্যায় হয়ে যাবে যদিও তোমার এবং তার মধ্যখানে কোন আত্মীয়ের সম্পর্ক না থাকে। (ইমামে আযমের উপদেশ, পৃষ্ঠা ২৬) * আল্লাহর ওলীরা নিজেদের সাথে অসদাচরণকারীদের বরং নিজেদের প্রাণের শত্রুদের সাথেও সদাচরণ করতেন। (গীবতের ধ্বংসলীলা, পৃষ্ঠা ৩৪২) * সদাচরণ করার দ্বারা আল্লাহপাক সন্তুষ্ট হন* সদাচরণ করা মানুষের অন্তরে খুশির কারণ * সদাচরণ করার মাধ্যমে ফেরেশতারা আনন্দিত হন * সদাচরণ করার দ্বারা মুসলমানদের পক্ষ থেকে সেই ব্যক্তির প্রশংসা করা হয়। * সদাচরণ করার মাধ্যমে শয়তান বিষাদগ্রস্ত হয়। * সদাচরণ করার দ্বারা আয়ু বৃদ্ধি পায়। * সদাচরণ করার দ্বারা জীবিকায় বরকত হয়

(তাম্বীহুল গাফেলীন, পৃষ্ঠা: ৭৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

কিয়ামতের লাঞ্ছনা থেকে মুক্তির দোয়া

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমার সময়সূচী অনুযায়ী কিয়ামতের লাঞ্চনা থেকে মুক্তির দোয়া মুখস্ত করানো হবে দোয়াটি হল:

اَللّٰهُمَّ لَا تُخْزِنِي یَوْمَ الْبَاْسِ وَ لَا تُخْزِنِي یَوْمَ الْقِیَامَۃِ

অনুবাদ: হে আল্লাহ আমাকে যুদ্ধের দিন লাঞ্ছিত করিওনা এবং কিয়ামতের দিন অপদস্থ করিও না। (ফয়যানে দোয়া, পৃষ্ঠা: ৩১৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

 

 

            প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের  জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।

(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)

          আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যতকরে নিই।

১.  আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।