Book Name:Aaqa Ka Safar e Meraj
হে আশিকানে রাসূল! আজ ১৪৪০ হিজরীর রজবুল মুরাজ্জবের ২৭তম রাত অর্থাৎ শবে মেরাজ, আল্লাহ পাকের লাখো লাখো কৃতজ্ঞতা যে, তিনি আরো একবার আমাদেরকে এই ফযীলত ও বরকতময় মহান এবং পবিত্র রাত দান করেছেন।
اَلْحَمْدُ لِلّٰه আজকের রাত হলো সেই মহান ও ঝলমলে উজ্জ্বল রাত, যাতে মেরাজের রাতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এক মহান মুজিযা দান করা হয়েছে। আজকের রাতই সকল ফিরিশতার সর্দার সায়্যিদুনা জিব্রাঈল আমিন عَلَیْہِ السَّلَام নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র খেদমতে খুবই দ্রুতগামী বাহন “বুরাক” নিয়ে উপস্থিত হয়েছিলেন, প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে নওশা (দুলহা) সাজিয়েছেন, বিনম্র আদব সহকারে বুরাকের উপর আরোহন করানো হলো, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাতারাতি মক্কা শরীফ থেকে বায়তুল মুকাদ্দাস পৌঁছলেন, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে স্বাগত জানানো হলো, প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমস্ত আম্বিয়ায়ে কিরামের ইমামতি করলেন, আজকের রাতেই নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সকল আসমান সমূহে পরিভ্রমন করলেন এবং এর আশ্চার্য বিষয়াবলী অবলোকন করলেন, আজকের রাতেই প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতিটি আসমানে আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام সাথে সাক্ষাত করলেন, আজকের রাতেই নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সিদরাতুল মুনতাহায়ও গেলেন, এই স্থানে পৌঁছেই জিব্রাঈল আমিন عَلَیْہِ السَّلَام সামনে অগ্রসর হতে অপারগতা প্রকাশ করে নিলেন, আজকের রাতেই তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই স্থানে পৌঁছলেন, যেখানে জ্ঞানও কাজ করে না, আজকের রাতেই প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে বিশেষ নেয়ামত সমূহ দান করা হয়েছে, আজকের রাতেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে প্রথমে ৫০ ওয়াক্ত নামায উপহার স্বরূপ আল্লাহ পাকের দরবার থেকে দান করা হয়েছে, যা কমানোর পর পাঁচ ওয়াক্ত নামায হিসেবে আমাদের উপর ফরয করা হয়েছে, আজকের রাতেই নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জান্নাত ও দোযখ পর্যবেক্ষন করেছেন, আজকের রাতেই নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আল্লাহ পাকের বিশেষ নৈকট্য অর্জিত হয়, আজকের রাতেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কপালের চোখেই সম্পূর্ণ জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের দীদার করেন। আসুন! মেরাজের সফরের ঈমানোদ্দীপক এবং চিত্তাকর্ষক দিক গুলো সম্পর্কে শ্রবণ করি।
“তাফসীরে সিরাতুল জিনান” ৫ম খন্ডের ৪১৪ পৃষ্ঠায় রয়েছে: মেরাজের রাতে হযরত (সায়্যিদুনা) জিব্রাঈল আমিন عَلَیْہِ السَّلَام প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে মেরাজের সুসংবাদ শুনালেন এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র