Aaqa Ka Safar e Meraj

Book Name:Aaqa Ka Safar e Meraj

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

বুরাকের শান ও শওকত

          হে আশিকানে রাসূল! মেরাজের রাতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বিভিন্ন বাহনে সফর করেছেন এবং লা-মকান পর্যন্ত পৌঁছেন, যেমনটি প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (মেরাজের রাতে) আমার নিকট সাদা রঙের প্রাণী আনা হলো, যা খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড় ছিলো, যাকে বুরাক বলা হয়, তা তার দৃষ্টি সীমায় নিজের একদম ফেলতো, আমি তার উপর আরোহন করলাম।

(মুসলিম, কিতাবুল ঈমান, ৮৭ পৃষ্ঠা, হাদীস নং-৪১১)

          হাকীমুল উম্মত হযরত আল্লামা মুফতী আহমদ ইয়ার খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উল্লেখিত হাদীসে পাকের আলোকে বলেন: যেহেতু এর গতি বিদ্যুতের মতো দ্রুত ছিলো এবং তা ধবধবে সাদা রঙের ছিলো, তাই বুরাক বলা হয়, তাতে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মেরাজেও আরোহন করেছেন এবং কিয়ামতেও আরোহন করবেন। মনে রাখবেন! প্রত্যেক নবীরই জান্নাতে একটি করে বুরাক থাকবে আরোহন করার জন্য, কিন্তু হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বুরাক সবচেয়ে উন্নত হবে, তা এই বুরাকই।

          হাকীমুল উম্মত হযরত আল্লামা মুফতী আহমদ ইয়ার খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরো বলেন: (হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন:) আমি নিজে থেকেই আরোহন করিনি বরং আমাকে আরোহন করানো হয়েছে, জিব্রাঈল আমিন عَلَیْہِ السَّلَامই হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আরোহন করিয়েছেন, রেকাব জিব্রাঈল আমিন عَلَیْہِ السَّلَام ধরেছিলেন এবং লাগাম মিকাঈল
عَلَیْہِ السَّلَام ধরেছিলেন, এইভাবেই দুলহার বাহন চললো। মনে রাখবেন যে, হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বুরাকের আরোহন করা, শান প্রকাশের জন্যই ছিলো, যেমনটি দুলহা ঘোড়ায় আরোহন করে, বরযাত্রী পায়ে হেঁটে আর ঘোড়া ধীরে ধীরে চলে থাকে, বুরাকে এই গতিও ধীরেই ছিলো। (মিরাতুল মানাজিহ, ৮/১৩৭ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

জান্নাত পর্যবেক্ষণ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যেমনটি আল্লাহ পাকের অন্যান্য অনেক বড় বড় নিদর্শন দেখেছেন, তেমনি এই মুবারক সফরের (Journey) একটি বিশেষ বিষয় হলো যে, নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রব তায়ালার এক আজিমুশ্মান নিদর্শন অর্থাৎ জান্নাত এবং সেখানে বিদ্যমান নেয়ামত সমূহও নিজের মুবারক চোখ দ্বারা পরিদর্শন করেন। আসুন! শ্রবন করি যে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেখানে কি কি পরিদর্শন করেছেন।