Book Name:Aaqa Ka Safar e Meraj
(পারা ২৭, সূরা আর রহমান, আয়াত ৭২) কানযুল ঈমান থেকে অনুবাদ: হুর সমূহ রয়েছে তাবু সমূহের মধ্যে, পর্দানশীন।
(আল বাআস ওয়ান নুশুর লিল বায়হাকী, ২১৫ পৃষ্ঠা, হাদীস নং- ৩৪০)
নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (মিরাজের রাতে) আমি জান্নাতে প্রবেশ করলাম, আমি দেখলাম যে, এর কাঁকরগুলো (ছোট ছোট পাথর) মুক্তোর এবং এর মাটি মুশকের (এক প্রকার সুগন্ধি) ছিলো, (বুখারী, কিতাবু আহাদীসিল আম্বিয়া, ৮৫২ পৃষ্ঠা, হাদীস নং-৩৩৪২) অতঃপর চারটি নদী দেখলাম, একটি পানির, যা পরিবর্তন হয়না, অপরটি দুধের, যার স্বাদ পরিবর্তন হয়না, তৃতীয়টি অমিয় সূধার, যা পানকারীর জন্য শুধুই স্বাদের (এতে নেশা একেবারেই আসে না) এবং চতুর্থটি পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন মধুর। জান্নাতের আনার আকারে বালতির ন্যায় এবং পাখিরা উটের ন্যায় ছিলো, এতে আল্লাহ পাক তাঁর নেককার বান্দাদের জন্য এমন এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোন চোখেই দেখেনি, কোন কানেই শুনেনি এবং কোন মানুষের অন্তরে এর ভাবনাও আসেনি। (মুসলিম, কিতাবুল ঈমান, ৮৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! মেরাজের সফরের একটি দিক (Aspect) এটাও যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই রাতে সকল আম্বিয়ায়ে কিরামদের عَلَیْہِمُ الصَّلٰوۃُ وَ السَّلَام ইমামত করেন এবং তাঁদেরকে নিজের মুক্তাদি হওয়ার সৌভাগ্য দান করেন, যেমনটি হাদীসে পাকে রয়েছে: তাতে (বুরাকে) আরোহন করে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছলাম এবং যে স্থানে আম্বিয়ায়ে কিরাম عَلَیْہِمُ الصَّلٰوۃُ وَ السَّلَام নিজ বাহন বাঁধতেন সেখানে আমি তা বাঁধলাম, অতঃপর মসজিদে (আকসায়) প্রবেশ করলাম আর সেখানে দু’রাকাআত নামায আদায় করলাম। (মুসলিম, কিতাবুল ঈমান, ৯৭ পৃষ্ঠা, হাদীস নং-২৫৯)
প্রসিদ্ধ অলীয়ে কামিল হযরত আল্লামা মাওলানা মাখদুম মুহাম্মদ হাশিম ঠাঠাভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই নামাযে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সকল আম্বিয়ায়ে কিরামের عَلَیْہِمُ الصَّلٰوۃُ وَ السَّلَام ইমাম ছিলেন। (সীয়রে সৈয়্যদুল আম্বিয়া, ১২৮ পৃষ্ঠা) (কেননা) প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহান শান প্রকাশ করার জন্য বাইতুল মুকাদ্দাসে সকল আম্বিয়ায়ে কিরামদের عَلَیْہِمُ الصَّلٰوۃُ وَ السَّلَام একত্রিত করা হয়েছে। (নাসায়ী, কিতাবুস সালাত, ৮১ পৃষ্ঠা, হাদীস নং-৪৪৮) যখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এখানে তাশরীফ নিয়ে আসেন তখন তাঁরা সবাই হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দেখে স্বাগতম জানালেন এবং নামাযের সময় সবাই হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ইমামত করার জন্য অগ্রগামী করলেন। হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সকল আম্বিয়ায়ে কিরামের عَلَیْہِمُ الصَّلٰوۃُ وَ السَّلَام ইমামত করলেন।
(মুজামুল আওসাত, মান আসমাউ আলী, ৩/৬৫, হাদীস নং-৩৮৭৯)
سُبْحٰنَ الله! কিরূপ সুন্দর সেই নামায ছিলো যে, সকল আম্বিয়া ও রাসূল عَلَیْہِمُ السَّلَام মুক্তাদি আর আমাদের প্রিয় আক্বা, ইমামুল আম্বিয়া صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমাম এবং প্রথম কিবলা নামাযের