Hum Q Nahi Badaltay

Book Name:Hum Q Nahi Badaltay

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! দুনিয়া হলো আখিরাতের শষ্য ক্ষেত্র, মানুষ এই দুনিয়ায় যা বপন করবে তাই আখিরাতে কাটবে, কেননা কিয়ামতের দিন হলো নেকীর প্রতিদান এবং গুনাহের শাস্তি পাওয়ার দিন, কিন্তু আফসোস! এসব জানার পরও আমরা আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে এবং বান্দার হক আদায়ের প্রতি নির্ভিক হয়ে মিথ্যা, গীবত, চোগলখুরী, ধোকাবাজি, দুনিয়ার ভালবাসায় মত্ত এবং আখিরাতের প্রস্তুতিতে উদাসীন হওয়ার পরও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি না। স্বভাবতই মানুষের সংশোধনে অসংখ্য বিষয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কিন্তু আজকের বয়ানে তিনটি গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে শুনবো: (১) দীর্ঘ আশা (২) নফসকে পর্যবেক্ষণ না করা অর্থাৎ নিজের আমলকে যাচাই না করা এবং (৩) মন্দ সহচর্য সম্পর্কে কিছু কথা শুনবো। আহ! আমাদের যেনো সম্পূর্ণ বয়ান ভাল ভাল নিয়্যত সহকারে শুনা নসীব হয়ে যায়।

আসুন! সর্বপ্রথম একটি ঘটনা শুনি।

 

দীর্ঘ আশার ছেড়ে দেয়ার উপহার

          বসরার এক বাদশাহ তার বাদশাহীকে বিদায় জানিয়ে ধর্মনিষ্টতা ও তাকওয়ার পথ অবলম্বন করলো, কিন্তু আবারো বাদশাহির দিকে ধাবিত হয়ে গেলো এবং আরাম আয়েশে বাকী জীবন অতিবাহিত করার দৃঢ় প্রতিজ্ঞা করে নিলো। সে একটি আলিশান প্রাসাদ বানালো, যাতে উন্নত মানের গালিচা বিছালো, সকল প্রকার সাজ সরঞ্জাম দ্বারা সেই আলিশান প্রাসাদটি সজ্জিত করালো এবং একটি কক্ষ মেহমানদের জন্য নির্ধারণ করে দিলো, সেখানে উন্নত মানের বিছানা বিছালো এবং বিভিন্ন ধরনের খাবার নির্বাচন করা হতো। সেই বাদশাহ লোকদের ডাকতো, আলিশান প্রাসাদ ও বাদশাহের শান শওকত দেখে লোকেরা খুবই প্রশংসা করতো। এই ধারাবাহিকতা অনেকদিন পর্যন্ত চললো। বাদশাহ দুনিয়ার রঙ তামাশায় মত্ত হয়ে গিয়েছিলো, তার আলিশান প্রাসাদে সকল প্রকার গান বাজনা এবং আরাম আয়েশের সরঞ্জামাদি বিদ্যমান ছিলো। সে সর্বদা দুনিয়াবী আস্বাদনে মত্ত থাকতো। এই কাজগুলো তাকে দীর্ঘ আশার ধ্বংসময় বাতেনি রোগে লিপ্ত করে দিলো। একদিন সে তার বিশেষ উজির, পরামর্শক এবং আত্মীয়দের ডেকে বললো: তোমরা এই আলিশান প্রাসাদে আমার আনন্দ দেখছো, দেখো! আমি এখানে কত আরামে আছি, আমি চাই যে, আমার সকল সন্তানের জন্য এরূপ আলিশান প্রাসাদ বানাবো! তোমরা কিছুদিন আমার নিকট থাকো, আরাম আয়েশ করো এবং প্রাসাদ বানানোর ব্যাপারে সুন্দর পরামর্শ দাও, যাতে আমি আমার সন্তানদের জন্য উন্নত প্রাসাদ বানাতে সফল হয়ে যাই, সুতরাং তারা তার নিকট থাকতে লাগলো। একরাতে বাদশাহ সহ সকলে খেলাধুলায় লিপ্ত ছিলো, এমন সময় প্রাসাদের কোন একদিক থেকে অদৃশ্য আওয়াজ সবাইকে হতবাক করে দিলো, কেই বলছে:

          হে নিজের মৃত্যুকে ভূলে প্রাসাদ নির্মাণকারী! দীর্ঘ আশা ছেড়ে দাও। কেননা, মৃত্যু লিপিবদ্ধ হয়ে গেছে। লোকেরা নিজে নিজে হাসুক বা অন্যকে হাসাক, মৃত্যু তার জন্য লিপিবদ্ধ হয়ে গেছে এবং অনেক বেশি আকাঙ্ক্ষাকারীর সামনে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, এরূপ প্রাসাদ কখনোই বানিও না, যাতে তুমি থাকবেই না, তুমি ইবাদত ও রিয়াযত অবলম্বন করো, যাতে তোমার গুনাহ ক্ষমা হয়ে যায়।

          এই অদৃশ্য আওয়াজ বাদশাহ ও তার সকল সাথীদের ভীত করে দিলো। বাদশাহ তার বন্ধুদের বললো: যেই অদৃশ্য আওয়াজ আমি শুনেছি, তোমরাও কি শুনেছো? সবাই বললো: জি