Hum Q Nahi Badaltay

Book Name:Hum Q Nahi Badaltay

হ্যাঁ! আমরাও শুনেছি। বাদশাহ বললো: যে বিষয়টি আমি অনুভব করছি, তোমরাও কি অনুভব করছো? তারা জিজ্ঞাসা করলো: আপনি কি অনুভব করছেন? সে বললো: আমি আমার অন্তরে কিছুটা বোঝা অনুভব করছি, আমার মনে হচ্ছে যে, এটা আমার মৃত্যুর বার্তা। লোকেরা বললো: এমন কোন বিষয় নয়, আপনার দীর্ঘায়ু এবং সম্মান বৃদ্ধি হোক, আপনি চিন্তিত হবেন না। এই অদৃশ্য আওয়াজ বাদশাহর মন থেকে দীর্ঘ আশাকে নিশ্চিহ্ন করে দিলো, তার আরাম আয়েশের সকল পরিকল্পনা খুবই নগন্য মনে হতে লাগলো, আখিরাতে ভাবনা তার মাঝে প্রাধান্য বিস্তার করলো, তার অন্তরের চাহিদার আগুন নিভে গেলো এবং সে গুনাহ ছেড়ে দেয়ার সংকল্প করে আল্লাহ পাকের দরবারে এভাবে আরয করলো: হে আমার প্রতিপালক! আমি তোমাকে এবং এখানে বিদ্যমান তোমার বান্দাদের সাক্ষী রেখে তোমার দিকে প্রত্যাবর্তন করছি, আমার সকল গুনাহ এবং অতিরঞ্জিতের জন্য লজ্জিত হয়ে তাওবা করছি। হে আমার সৃষ্টিকর্তা! যদি তুমি আমাকে দুনিয়ায় আরো কিছু সময় রাখতে চাও তবে আমাকে স্থায়ীভাবে আনুগত্যের পথে পরিচালিত করো। যদি আমাকে মৃত্যু দিয়ে তোমার দিকে ডাকতে চাও, তবে আমার প্রতি দয়া করো এবং তোমার দয়ায় আমার গুনাহকে ক্ষমা করে দাও। বাদশাহ এভাবে ফরিয়াদে লিপ্ত রইলো এবং তার ব্যথা বাড়তে লাগলো, অতঃপর সে এই বাক্যগুলো বারবার বলতে লাগলো: আল্লাহ পাকের শপথ! মৃত্যু, আল্লাহ পাকের শপথ! মৃত্যু। ব্যস এই বাক্য তার মুখে অব্যাহত ছিলো আর তার রূহ তার শরীর থেকে বের হয়ে গেলো।

(মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কসরুল আমল, ৩/৩৬১, নম্বর ২৭১। উয়ুনুল হিকায়াত, ৪০৪ পৃষ্ঠা)

 

প্রথম কারণ হলো দীর্ঘ আশা

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের সংশোধনে সর্বপ্রথম ও বড় বাধা হলো দীর্ঘ আশা, কেননা * দীর্ঘ আশা মানুষকে গুনাহের গভীর গর্তে নিক্ষেপ করে। * কুপ্রবৃত্তির চাহিদার দরজা খুলে যায়। * মানুষকে দুনিয়া ও আখিরাতে বিভিন্ন ধরনের বিপদে লিপ্ত করে দেয়। * মানুষকে দুনিয়াবী স্বাদে ফাঁসিয়ে দেয়। * মানুষকে কবরের ভয়াবহতা থেকে উদাসিন করে দেয়। * গুনাহে নির্ভিক করে দেয়। * নিজের সংশোধনে বাঁধা হয়ে যায়। * মৃত্যুর প্রস্তুতিতে নির্ভিক করে দেয়। * বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত করে দেয়। যেমনটি বর্ণনাকৃত ঘটনায় বাদশাহ দীর্ঘ আশা এবং অনেকদিন জীবিত থাকার আপদে লিপ্ত হয়ে আলিশান প্রাসাদের নির্মান এবং খেলাধুলার সরঞ্জামাদীতে লিপ্ত হলো, বন্ধুদের সহচর্য এবং খাদেমদের চাটুকারী সেবার নেশায় কবরের একাকিত্বকে ভূলে গেলো, কিন্তু যখনই তার মনে দীর্ঘ আশার আগুন শেষ হলো, উদাসীনতার অন্ধকার দূর হয়ে গেলো, বাদশা গুনাহের প্রতি অসস্তুষ্ট এবং তার অন্তর দুনিয়া থেকে বিরক্ত হলো, তখন সে সাথেসাথে আল্লাহ পাকের দরবারে তাওবা করলো। দীর্ঘ আশা সম্পর্কে আল্লাহ পাক ১৪তম পারা সূরা হিজরের ৩নং আয়াতে ইরশাদ করেন:

ذَرْھُمْ یَاْکُلُوْا وَ یَتَمَتَّعُوْا وَ یُلْہِہِمُ الْاَمَلُ  فَسَوْفَ  یَعْلَمُوْنَ (۳)

(পারা ১৪, সূরা হিজর, আয়াত ৩)               কানযুল ঈমান থেকে অনুবাদ: তাদেরকে ছাড়ুন! খেতে থাকুক এবং ভোগ করতে থাকুক! আর আশা-আকাঙ্খা তাদেরকে খেলাধূলায় মগ্ন রাখুক! অতঃপর শিগ্গিরই তারা জানতে পারবে।

          হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈম উদ্দীন মুরাদাবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে মুবারাকার আলোকে বলেন: এতে নসীহত হলো; দীর্ঘ আশা গ্রেফতার হওয়া এবং দুনিয়ার